ঢাকা, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২
তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের দাবি
.jpg)
বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে অন্তর্বর্তী সরকারের অধীনে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সব কর্মকর্তার নিয়োগ স্বয়ংক্রিয়ভাবে বাতিল করার আহ্বান জানিয়েছে ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) এক বিবৃতিতে ফোরামের সদস্য সচিব ও সাবেক সচিব কাজী মেরাজ হোসেন এ প্রস্তাব দেন।
বিবৃতিতে বলা হয়, চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সব ধরণের ব্যক্তিদের নিয়োগ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই বাতিল করতে হবে। একইসঙ্গে আগামী পাঁচ বছর এসব ব্যক্তি যেন রাষ্ট্রের কোনো লাভজনক পদে নিয়োগ না পান তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, প্রধান উপদেষ্টা ও সরকারের সংশ্লিষ্টদের সাম্প্রতিক বক্তব্যে ইঙ্গিত মিলেছে যে, অদূর ভবিষ্যতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ অবস্থায় দেশের জনগণ ও আন্তর্জাতিক মহল একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা করছে।
এ লক্ষ্যে নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরপেক্ষতা নিয়ে যেন কোনো প্রশ্ন না উঠে এবং তাঁরা যেন কোনো ভাবেই কারো দ্বারা প্রভাবিত না হয় তা নিশ্চিত করার দাবি জানায় বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম।
ফোরামটির প্রস্তাবগুলো হলো:
১) অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা বা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নির্বাচনের পরবর্তী পাঁচ বছর জাতীয় সংসদ বা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। একইসঙ্গে তারা এ সময়ের মধ্যে রাষ্ট্রের কোনো লাভজনক পদ যেমন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা বা সমমর্যাদার অন্য কোনো পদেও নিয়োগ পাওয়ার অযোগ্য বিবেচিত হবেন।
২) অন্তর্বর্তী সরকারে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সব কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে বাতিল করতে হবে এবং এসব কর্মকর্তারা পরবর্তী পাঁচ বছর রাষ্ট্রের কোনো লাভজনক পদে নিয়োগ পেতে পারবে না।
৩) অবিলম্বে অধ্যাদেশ জারির আহ্বান জানানো হয়েছে, যাতে আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও নির্ভরযোগ্যভাবে অনুষ্ঠিত হয় এবং দেশের সর্বস্তরের জনগণসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নির্বাচনটি গ্রহণযোগ্যতা অর্জন করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- শেয়ারবাজারে প্রসারিত হচ্ছে টেকসই বিনিয়োগের নতুন দিগন্ত
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর
- মিরাকেলের বিরুদ্ধে মূল্য সংবেদনশীল তথ্য গোপন করার অভিযোগ
- স্মার্ট বাংলাদেশ গড়ার পথে এডিএন টেলিকমের নতুন পদক্ষেপ
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ