ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২
তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের দাবি
বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে অন্তর্বর্তী সরকারের অধীনে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সব কর্মকর্তার নিয়োগ স্বয়ংক্রিয়ভাবে বাতিল করার আহ্বান জানিয়েছে ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) এক বিবৃতিতে ফোরামের সদস্য সচিব ও সাবেক সচিব কাজী মেরাজ হোসেন এ প্রস্তাব দেন।
বিবৃতিতে বলা হয়, চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সব ধরণের ব্যক্তিদের নিয়োগ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই বাতিল করতে হবে। একইসঙ্গে আগামী পাঁচ বছর এসব ব্যক্তি যেন রাষ্ট্রের কোনো লাভজনক পদে নিয়োগ না পান তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, প্রধান উপদেষ্টা ও সরকারের সংশ্লিষ্টদের সাম্প্রতিক বক্তব্যে ইঙ্গিত মিলেছে যে, অদূর ভবিষ্যতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ অবস্থায় দেশের জনগণ ও আন্তর্জাতিক মহল একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা করছে।
এ লক্ষ্যে নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরপেক্ষতা নিয়ে যেন কোনো প্রশ্ন না উঠে এবং তাঁরা যেন কোনো ভাবেই কারো দ্বারা প্রভাবিত না হয় তা নিশ্চিত করার দাবি জানায় বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম।
ফোরামটির প্রস্তাবগুলো হলো:
১) অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা বা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নির্বাচনের পরবর্তী পাঁচ বছর জাতীয় সংসদ বা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। একইসঙ্গে তারা এ সময়ের মধ্যে রাষ্ট্রের কোনো লাভজনক পদ যেমন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা বা সমমর্যাদার অন্য কোনো পদেও নিয়োগ পাওয়ার অযোগ্য বিবেচিত হবেন।
২) অন্তর্বর্তী সরকারে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সব কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে বাতিল করতে হবে এবং এসব কর্মকর্তারা পরবর্তী পাঁচ বছর রাষ্ট্রের কোনো লাভজনক পদে নিয়োগ পেতে পারবে না।
৩) অবিলম্বে অধ্যাদেশ জারির আহ্বান জানানো হয়েছে, যাতে আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও নির্ভরযোগ্যভাবে অনুষ্ঠিত হয় এবং দেশের সর্বস্তরের জনগণসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নির্বাচনটি গ্রহণযোগ্যতা অর্জন করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: প্রথম দিনের খেলা শেষ, জানুন স্কোর
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- দুই বছর ডিভিডেন্ড না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন
- আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঝড়ো শুরু, সরাসরি দেখুন এখানে(LIVE)
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- বিএসইসির সাবেক চেয়ারম্যান খায়রুল হোসেনের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: নাহিদ-মিরাজের জোড়া শিকার, সরাসরি(LIVE) দেখুন এখানে