ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২
২৩৮২ পদে প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু
.jpg)
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণে বিশেষ উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
এ লক্ষ্যে সরাসরি নিয়োগযোগ্য পদে নিয়োগের জন্য প্রয়োজনীয় তথ্যসহ চাহিদাপত্র ইতোমধ্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।
এর আগে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সরাসরি নিয়োগযোগ্য ২ হাজার ৩৮২টি পদে নিয়োগের জন্য পিএসসিতে চাহিদা পাঠায়। এছাড়া মামলা সংক্রান্ত জটিলতার কারণে আটকে থাকা ৩১ হাজার ৪৫৯টি পদ মামলা নিষ্পত্তি হলে পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সূত্রে জানা গেছে, গত ১৪ জুলাই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকের শূন্য পদ দ্রুত পূরণের নির্দেশনা দেন। বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার, মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া, সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওই বৈঠকে পিএসসির সঙ্গে সমন্বয় করে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। নির্দেশনার পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় দ্রুত পদক্ষেপ নেয় এবং চাহিদাপত্র পাঠায়।
বর্তমানে দেশের ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে অনুমোদিত প্রধান শিক্ষকের পদ রয়েছে ৬৫ হাজার ৫০২টি। এর মধ্যে বর্তমানে কর্মরত আছেন ৩১ হাজার ৩৯৬ জন। ফলে শূন্য রয়েছে ৩৪ হাজার ১০৬টি পদ। এর মধ্যে সরাসরি নিয়োগযোগ্য পদ ২ হাজার ৬৪৭টি। এই পদগুলোর মধ্যে ১০ শতাংশ সংরক্ষিত রেখে অবশিষ্ট ২ হাজার ৩৮২টি পদে সরাসরি নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।
চাহিদাপত্র পাঠানো হয়ে যাওয়ায় শিগগিরই পিএসসি এ সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে বলে জানা গেছে। পাশাপাশি জাতীয়করণকৃত শিক্ষকদের গ্রেডেশন সংক্রান্ত মামলা নিষ্পত্তি হলেই পদোন্নতির মাধ্যমে বাকি শূন্য পদগুলো পূরণে পদক্ষেপ নেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন
- এক বহুজাতিকের ধাক্কায়ই কেঁপে উঠল শেয়ারবাজার
- চলতি সপ্তাহে আসছে ৬৫ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- শেয়ারবাজারে চলছে বহুজাতিক কোম্পানির ডিভিডেন্ড উৎসব
- সাত কোম্পানিতে বিনিয়োগ বেড়েছে উদ্যোক্তা পরিচালকদের
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ঢাবির হলে ধূমপায়ীদের সিট না দেওয়ার ঘোষণা; প্রশংসায় ভাসছেন প্রভোস্ট
- ইপিএস প্রকাশ করার তারিখ জানাল ১৫ প্রতিষ্ঠান
- স্টক ডিভিডেন্ড পেল ৩ কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- ২৪ জুলাই : শেয়ারবাজারের সেরা ১০ খবর
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ৫২ সপ্তাহে সর্বোচ্চ উচ্চতায় শেয়ারবাজারের ৯ কোম্পানি