ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

নারীদের ৫০ লাখ ফ্যামিলি কার্ড দেওয়া হবে: তারেক রহমান

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ৩১ ২০:০৬:১৭
নারীদের ৫০ লাখ ফ্যামিলি কার্ড দেওয়া হবে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন আগামী নির্বাচনে সরকার গঠন করলে ৫০ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেওয়ার।

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর শহীদ আবু সাইদ মিলনায়তনে জুলাই শহীদদের স্মরণে বিএনপির মহিলা দলের আয়োজিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নারীদের অবদান শীর্ষক অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আসন্ন নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, যেন আর কখনও ফ্যাসিবাদ ফিরে না আসে, সে বিষয়ে নারীসমাজকে সচেতন ও সজাগ থাকতে হবে।

তিনি প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, আগামী দিনে সরকার গঠনের সুযোগ পেলে নারীদের ক্ষমতায়ন ও অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নকে বিএনপির কর্মপরিকল্পনার কেন্দ্রে রাখা হবে।

তারেক রহমান বলেন, নারীরা যদি শিক্ষিত ও আর্থিকভাবে স্বাবলম্বী হন, তাহলে পরিবার ও সমাজে সহিংসতা হ্রাস পাবে।

জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণ করে তিনি বলেন, শহীদদের আত্মত্যাগে বাংলাদেশ আজও ঋণী। তাই গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে সেই ঋণ শোধ করতে হবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত