ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২
‘নির্বাচিত সরকার না হলে দেশে বিদেশি বিনিয়োগ আসবে না’
দেশের এই মুহূর্তে একটি নির্বাচিত সরকারের প্রয়োজন, কারণ নির্বাচিত সরকার না থাকলে দেশে বিদেশি বিনিয়োগ আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে চেম্বার ভবনে অনুষ্ঠিত রংপুর বিভাগের অর্থনীতি পুনরুদ্ধার ও উন্নয়নের রাজনৈতিক অধিকার শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দেশে দীর্ঘ সময় ধরে একটি প্রকৃত নির্বাচিত সরকার অনুপস্থিত থাকায় রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে। একটি নির্বাচিত সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে হয়, কিন্তু অনির্বাচিত সরকারের সে দায়বদ্ধতা থাকে না বলেও মন্তব্য করেন তিনি। কেবল একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারই পারে জনগণের আকাঙ্ক্ষা ও দাবি-দাওয়ার সঠিক প্রতিফলন ঘটাতে।
আমীর খসরু বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশে অবস্থানের পর দেশের মানুষের মধ্যে এক ধরনের মানসিক পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। জনগণের প্রত্যাশা এখন আকাশছোঁয়া। যারা এই পরিবর্তনকে ধারণ ও বাস্তবায়ন করতে পারবে না সে তারা রাজনৈতিক নেতা হোক কিংবা দল তাদের জন্য আগামীর বাংলাদেশে কোনো ঠাই নেই।
খসরু আরও বলেন, বিএনপি যদি আগামী নির্বাচনে জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে যেন প্রথম দিন থেকেই কার্যকর সিদ্ধান্ত নেওয়া যায়, সে লক্ষ্যেই এখন থেকেই দলটি সুপরিকল্পিত প্রস্তুতি নিচ্ছে।
মতবিনিময় সভায় রংপুর বিভাগের বিভিন্ন এলাকার ব্যবসায়ী, উদ্যোক্তা, রাজনৈতিক প্রতিনিধি ও সমাজের বিভিন্ন স্তরের নেতারা অংশ নেন। সভায় রংপুরের পিছিয়ে পড়া অর্থনীতিকে সচল করতে করণীয়, শিল্প-বাণিজ্য প্রসার, রাজনৈতিক স্থিতিশীলতা এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঝড়ো শুরু, সরাসরি দেখুন এখানে(LIVE)
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড