ঢাকা, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

বার্ন ইউনিটে ৮ জনের অবস্থা গুরুতর

ডুয়া নিউজ- স্বাস্থ্য
২০২৫ জুলাই ২৩ ১৭:০৪:২২
বার্ন ইউনিটে ৮ জনের অবস্থা গুরুতর

রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আটজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন।

আজ বুধবার (২৩ জুলাই) বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে অধ্যাপক ডা. নাসির উদ্দীন জানান, দুর্ঘটনায় আহত হয়ে মোট ৪৪ জনকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৩৭ জনই শিশু। দগ্ধদের মধ্যে ১৩ জনের অবস্থা ‘সিভিয়ার’ এবং ২৩ জনের অবস্থা ‘ইন্টারমিডিয়েট’ পর্যায়ের।

তিনি আরও জানান, শেষ ধাপের (মৃদু দগ্ধ) রোগীরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদী। এছাড়া চিকিৎসায় সহায়তা করতে সিঙ্গাপুর থেকে একজন বিশেষজ্ঞ চিকিৎসক ইতোমধ্যেই বাংলাদেশে এসে পৌঁছেছেন।

তিনি জানান, সিঙ্গাপুর থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকসহ বার্ন ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের চিকিৎসকদের সমন্বয়ে একটি দল গঠন করে যৌথভাবে চিকিৎসার পরিকল্পনা করা হয়েছে। প্রতি ঘণ্টায় রোগীদের শারীরিক অবস্থা মূল্যায়ন করে চিকিৎসা পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনা হচ্ছে। কোনো রোগীর অবস্থার উন্নতি হলে তাকে ‘ক্রিটিকাল’ থেকে ‘সিভিয়ার’ ক্যাটাগরিতে আনা হচ্ছে। আবার কারও অবস্থার অবনতি হলে তাকে ‘সিভিয়ার’ থেকে ‘ক্রিটিকাল’ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

বার্ন ইনস্টিটিউটে এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানান পরিচালক। সর্বশেষ মৃত্যু হয়েছে গতকাল মঙ্গলবার রাতে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত