ঢাকা, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

বিমান বিধ্ব’স্ত: নিহত ৩ জন, দ’গ্ধ অন্তত ৬০

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ২১ ১৬:২৮:১৭
বিমান বিধ্ব’স্ত: নিহত ৩ জন, দ’গ্ধ অন্তত ৬০

রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছেন অনেকেই।

সোমবার (২১ জুলাই) দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, এ ঘটনায় দগ্ধ অবস্থায় অন্তত ৬০ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার সময় বিধ্বস্ত বিমানটিতে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর একাই প্রশিক্ষণে ছিলেন। দুর্ঘটনার পর এক পাইলট-সহ পাঁচজনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থলে উদ্ধার কাজ পরিচালনা করছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলো।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত