ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

দেশ ছাড়লেন সিরিয়ার প্রেসিডেন্ট আল-শারা

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ জুলাই ১৮ ০৯:৩২:৩৪
দেশ ছাড়লেন সিরিয়ার প্রেসিডেন্ট আল-শারা

সিরিয়ার রাজধানী দামেস্কে ‘ইসরায়েলি’ বাহিনীর সামরিক অভিযানের পর দেশ ছেড়েছেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। স্থানীয় সময় শুক্রবার (১৭ জুলাই) লেবাননভিত্তিক সংবাদমাধ্যম আল মায়াদিন এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, ইসরায়েলি বাহিনী দামেস্কে হামলা চালানোর পরপরই প্রেসিডেন্ট আল-শারা তুরস্কে আশ্রয় নেন। তুর্কি গোয়েন্দাদের সহায়তায় তিনি ও তার ঘনিষ্ঠ তিনজন সহযোগী বিমানযোগে গোপনে আঙ্কারায় পৌঁছান।

একটি অসমর্থিত সূত্র দাবি করেছে, তিনি সপরিবারে দামেস্ক ত্যাগ করেছেন। তবে এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এর আগে বুধবার ও বৃহস্পতিবার সিরিয়া-ইসরায়েল সীমান্তে উত্তেজনার জেরে ইসরায়েলি যুদ্ধবিমান রাজধানী দামেস্কসহ বিভিন্ন এলাকায় বোমা হামলা চালায়। এতে ওই অঞ্চলে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ে।

ইসরায়েল দাবি করছে, তারা সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুওয়াইদা শহরের সংখ্যালঘু দ্রুজ জনগোষ্ঠীকে রক্ষার চেষ্টা করছে। তবে প্রেসিডেন্ট আহমেদ আল-শারা সতর্ক করে বলেছেন, ইসরায়েল সংঘাত ও বিভাজন সৃষ্টির মাধ্যমে নিজেদের স্বার্থসিদ্ধির অপচেষ্টা চালাচ্ছে।

এ ঘটনার জেরে দ্রুজ যোদ্ধারা কয়েকজন বেদুইনকে অপহরণ করে। এর ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। উত্তেজনা নিয়ন্ত্রণে সরকার দামেস্ক থেকে ১০০ কিলোমিটার দূরের ওই এলাকায় সেনা পাঠায়। শুরুতে দ্রুজ যোদ্ধারা প্রতিরোধ গড়ে তুললেও পরে তারা আত্মসমর্পণ করে। তবে এই অভিযানে সরকারি বাহিনীর গুলিতে ১৯ জন দ্রুজ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্র সিরিয়ায় চলমান সহিংসতার নিন্দা করছে এবং উভয় পক্ষকে শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানোর জন্য কূটনৈতিক আলোচনায় বসার আহ্বান জানাচ্ছে। হোয়াইট হাউসও সিরিয়ায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন
ট্যাগ: সিরিয়া

সর্বোচ্চ পঠিত