ঢাকা, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

সরকারি টাকায় গাড়ি কেনা-বিদেশ সফর নিয়ে নতুন নির্দেশনা

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ০৯ ২৩:৫২:০০
সরকারি টাকায় গাড়ি কেনা-বিদেশ সফর নিয়ে নতুন নির্দেশনা

চলতি অর্থবছরে উন্নয়ন ও পরিচালন বাজেট থেকে কোনো সরকারি সংস্থা নতুন গাড়ি কিনতে পারবে না। পাশাপাশি সরকারি অর্থায়নে বৈদেশিক সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালায় অংশগ্রহণও বন্ধ থাকবে।

বুধবার (৯ জুলাই) এ আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

আদেশে বলা হয়, পরিচালন বাজেটের অধীনে যানবাহন কেনার জন্য বরাদ্দ অর্থ ব্যয় করা যাবে না। তবে ১০ বছরের বেশি পুরোনো টিওঅ্যান্ডইভুক্ত যানবাহন প্রতিস্থাপনের ক্ষেত্রে অর্থ বিভাগের অনুমোদন সাপেক্ষে ব্যয় করা যাবে।

শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি মন্ত্রণালয়–সম্পৃক্ত স্থাপনা ছাড়া নতুন আবাসিক, অনাবাসিক এবং অন্যান্য স্থাপনা নির্মাণ বন্ধ থাকবে। তবে যেসব নির্মাণকাজ ইতিমধ্যে ৫০ শতাংশের বেশি অগ্রসর হয়েছে, সেগুলোর ব্যয় অর্থ বিভাগের অনুমোদন সাপেক্ষে চালিয়ে নেওয়া যাবে। একই সঙ্গে ভূমি অধিগ্রহণ ও থোক বরাদ্দ খাতেও ব্যয় বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।

উন্নয়ন বাজেটেও খরচে কড়াকড়ি

আদেশে উন্নয়ন বাজেট সম্পর্কেও স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, উন্নয়ন প্রকল্পের আওতায় কোনো ধরনের যানবাহন কেনা যাবে না। ভূমি অধিগ্রহণের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ও অর্থ বিভাগের অনুমোদন নিয়ে খরচ করা যাবে। বিশেষ প্রয়োজনে পরিকল্পনা কমিশনের অনুকূলে থাকা থোক বরাদ্দ খরচ করতে হলেও অর্থ বিভাগের অনুমতি নিতে হবে।

বিদেশ সফরে কঠোরতা

সরকারি অর্থায়নে বিদেশে সেমিনার, সিম্পোজিয়াম বা কর্মশালায় অংশগ্রহণ পুরোপুরি বন্ধ থাকবে। তবে উন্নয়ন সহযোগী সংস্থা, বিদেশি বিশ্ববিদ্যালয় বা রাষ্ট্রীয় বৃত্তি ও ফেলোশিপের আওতায় মাস্টার্স ও পিএইচডি কোর্সে বিদেশে অধ্যয়ন এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির উপযোগী প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ রাখা হয়েছে।

সব ধরনের বিদেশ সফরের ক্ষেত্রে প্রধান উপদেষ্টার কার্যালয়ের গত বছরের ৯ ডিসেম্বরের পরিপত্র অনুসরণ করতে হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত