ঢাকা, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

ইসির আসন বাতিলের ক্ষমতা পুনর্বহালের উদ্যোগ

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ০৯ ২২:৪৬:৫০
ইসির আসন বাতিলের ক্ষমতা পুনর্বহালের উদ্যোগ

নির্বাচনে ব্যাপক অনিয়ম হলে কেন্দ্র নয়, পুরো আসন বাতিলের ক্ষমতা নির্বাচন কমিশনারকে ফিরিয়ে দিতে প্রধান উপদেষ্টা আইনের দিকটা খতিয়ে দেখার জন্য আদেশ দিয়েছেন।

প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বুধবার (৯ জুলাই) রাতে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

উপ প্রেস সচিব বলেন, নির্বাচনে অনিয়ম হলে পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে ফিরিয়ে দেওয়া যায় কিনা, সে বিষয়ে আইন পর্যালোচনার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।

তিনি জানান, পূর্ববর্তী সরকারের আমলে এক উপনির্বাচনে সিসিটিভির মাধ্যমে ভোট পর্যবেক্ষণ করে নির্বাচন কমিশন পুরো আসনের ভোট বাতিল করেছিল। পরে আইন সংশোধন করে ইসির ক্ষমতা সীমিত করে শুধু নির্দিষ্ট কেন্দ্রের ভোট বাতিলের বিধান রাখা হয়। এখন আবার সেই বাতিলের ক্ষমতা আসনভিত্তিক ফিরিয়ে দেওয়ার সম্ভাবনা আইনি দিক থেকে খতিয়ে দেখতে বলা হয়েছে।

এছাড়া, ভোটারদের প্রশিক্ষণের বিষয়েও আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, অনেক তরুণ নতুন ভোটার আছেন, যারা কখনো ভোট দেননি। তাদের ভোটাধিকার প্রয়োগের নিয়ম ও পদ্ধতি বুঝিয়ে দেওয়ার উদ্যোগ নিতে হবে।

আবুল কালাম আজাদ মজুমদার বলেন, গত তিনটি বিতর্কিত জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করা পোলিং অফিসার ও প্রিজাইডিং অফিসারদের বাদ দিয়ে নতুন কর্মকর্তাদের নিয়োগ দেওয়া সম্ভব কিনা, সেটিও পর্যালোচনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সম্ভব না হলেও যতটা সম্ভব নতুন নিয়োগের চেষ্টা করতে হবে।

বৈঠকে জানানো হয়, উপজেলা, জেলা, বিভাগীয় ও কেন্দ্রীয় পর্যায়ে আলাদা মনিটরিং সেল গঠন করা হবে। মনিটরিং সেল থেকে পুরো নির্বাচন প্রক্রিয়া তদারকি করা হবে এবং অনিয়ম হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া ডিসেম্বরের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী-সহ নির্বাচনে সংশ্লিষ্ট সব কর্মকর্তার প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। জনবল নিয়োগ, প্রশিক্ষণ, প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ, বিশেষ করে পুলিশের জন্য বডি ক্যামেরা কেনার বিষয়েও আলোচনা হয়েছে।

উপ-প্রেস সচিব জানান, দেশে ৪৭ হাজার ভোটকেন্দ্রে পুলিশ বডি ক্যামেরা ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে। দ্রুততার সঙ্গে এসব ক্যামেরা সংগ্রহের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে এক থানার পুলিশকে অন্য থানায় মোতায়েনের বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে, যাতে স্থানীয় পুলিশ দ্বারা নির্বাচন প্রক্রিয়া প্রভাবিত না হয়। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত