ঢাকা, সোমবার, ৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

শেয়ারবাজারে ১১ মাস পর বড় উত্থান: স্বপ্ন বুনছে বিনিয়োগকারীরা

ডুয়া নিউজ- শেয়ারবাজার
২০২৫ জুলাই ০৭ ১৫:১৩:১৭
শেয়ারবাজারে ১১ মাস পর বড় উত্থান: স্বপ্ন বুনছে বিনিয়োগকারীরা

২০২৪ সালের ৮ আগস্ট ডিএসইএক্স সূচক ৩০৬ পয়েন্ট বেড়েছিল, যা ২০১৩ সালে সূচকটি চালু হওয়ার পর একক দিনে সর্বোচ্চ উত্থান। এর তিন দিন পর ১১ আগস্ট সূচকটি আরও ৯১ পয়েন্ট বৃদ্ধি পায়। তারপর এতো বড় উত্থান শেয়ারবাজারে আর দেখা যায়নি।

আজ রবিবার (০৭ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক একএক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮২ পয়েন্টের বেশি বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি টাকার অংকে লেনদেনও ৬০০ কোটি টাকার কাছাকাছি অবস্থান নেয়। দেশের শেয়ারবাজারে ১১ মাস পর এটি বড় উত্থান। এতে স্বপ্ন বুনতে শুরু করেছে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ সপ্তাহের প্রথম কর্মদিবস সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮২.০৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৭৬.১৬ পয়েন্টে, যা গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ২৭ এপ্রিলে ডিএসইর সূচক ছিল ৪ হাজার ৯৯৫.৪৬ পয়েন্ট। আজ অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১৫.৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮১.১৮ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৩৬.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৭৩ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ৩৭৮টির দর বেড়েছে, ৭৩টির দর কমেছে এবং ৪৫টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ মোট ৫৭৩ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৫০৬ কোটি ১৬ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৬৭ কোটি ২৭ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ৪ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২১ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ২২৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৫৪টির, কমেছে ৪৭টির এবং পরিবর্তন হয়নি ২৭টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮৪.১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮১২.২০ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৯৯.৬৫ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বাঁচতে চায় ঢাবি শিক্ষার্থী মুন্নাছ

বাঁচতে চায় ঢাবি শিক্ষার্থী মুন্নাছ

দুরারোগ্য ব্যাধি লিউকেমিয়াতে আক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের ১০১তম ব্যাচের শিক্ষার্থী মোঃ মুন্নাছ আলী। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন-বর্তমান শিক্ষক-শিক্ষার্থী সবার সহযোগিতায়... বিস্তারিত