ঢাকা, সোমবার, ৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

পাহাড়ি ঢল আর বৃষ্টিতে বিপর্যস্ত টেকনাফ, অর্ধশত গ্রাম প্লাবিত

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ০৭ ১৫:০০:১৩
পাহাড়ি ঢল আর বৃষ্টিতে বিপর্যস্ত টেকনাফ, অর্ধশত গ্রাম প্লাবিত

টানা ভারী বর্ষণে কক্সবাজারের টেকনাফ উপজেলার অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় ২ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

গত শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা থেকে শুরু হওয়া ভারী থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত সোমবার (৭ জুলাই) দুপুর পর্যন্ত থেমে থেমে অব্যাহত ছিল। কক্সবাজার আবহাওয়া অফিস জানায়, ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারে (১৪৬ মি.মি.) এবং টেকনাফে (১৪৫ মি.মি.)।

জনপ্রতিনিধিদের বরাতে জানা গেছে, হোয়াইক্যং ইউনিয়নের আটটি, হ্নীলা ইউনিয়নের ১২টি, টেকনাফ পৌরসভার সাতটি, টেকনাফ সদর ইউনিয়নের ছয়টি, সাবরাং ইউনিয়নের আটটি এবং বাহারছড়া ইউনিয়নের ১০টি গ্রাম পানিতে তলিয়ে গেছে।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, পূর্ব রঙিখালী এলাকায় প্রায় ৩০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। তিনি বলেন, “খাল দখলের কারণে পানি বের হতে পারছে না, ফলে ঘরবাড়ি তলিয়ে গেছে। আমরা পানি নিষ্কাশনে কাজ করছি।”

স্থানীয় বাসিন্দা খোরশেদ বলেন, “টানা বৃষ্টিতে আমাদের গ্রামে প্রায় বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে।”

হোয়াইক্যং ইউনিয়নের চেয়ারম্যান নূর মোহাম্মদ আনোয়ারী জানান, পাহাড়ি এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে মাইকিং করা হচ্ছে।

সাবরাং এলাকার বাসিন্দা ইমন জানান, নিচু এলাকা পানিতে ডুবে গেছে, অনেক পরিবার খাবার সংকটে রয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান বলেন, “নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ইউনিয়ন চেয়ারম্যানদের মাধ্যমে শুকনো খাবার বিতরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বাঁচতে চায় ঢাবি শিক্ষার্থী মুন্নাছ

বাঁচতে চায় ঢাবি শিক্ষার্থী মুন্নাছ

দুরারোগ্য ব্যাধি লিউকেমিয়াতে আক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের ১০১তম ব্যাচের শিক্ষার্থী মোঃ মুন্নাছ আলী। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন-বর্তমান শিক্ষক-শিক্ষার্থী সবার সহযোগিতায়... বিস্তারিত