ঢাকা, শুক্রবার, ৪ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২
মিয়ানমারকে হারিয়ে চমক বাংলাদেশের
.jpg)
বাংলাদেশ নারী ফুটবল দলের ইতিহাসে সোনালি অধ্যায় রচিত হলো মিয়ানমারের মাটিতে। ফাইনাল রেফারির বাঁশি বাজার সঙ্গে সঙ্গে আনন্দে ফেটে পড়ে বাংলাদেশ দল। কারণ, স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার পথে এক বিশাল ধাপ এগিয়ে গেছে লাল-সবুজের মেয়েরা।
ঋতুপর্ণা চাকমার জোড়া গোল আর দুর্দান্ত দলীয় পারফরম্যান্সে এই জয় এসেছে। ম্যাচের ১৮ মিনিটে বক্সের সামনে ফ্রি কিক থেকে প্রথমে প্রতিহত হওয়া বল ফিরিয়ে কোনাকুনি শটে জালে জড়ান ঋতুপর্ণা। ওই ফ্রি কিক পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ছিল শামসুন্নাহারের। পরে দ্বিতীয়ার্ধে আবারও বাঁ দিক থেকে অসাধারণ এক গোল করে দলের লিড দ্বিগুণ করেন ঋতুপর্ণা।
মিয়ানমার ম্যাচে বাংলাদেশ যেমন গোলে কার্যকর ছিল, তেমনি ভাগ্য এবং রক্ষণভাগের দৃঢ়তায় তারা ম্যাচে এগিয়ে থেকেছে। প্রথমার্ধে মিয়ানমার একবার গোল করেও অফসাইডে বাতিল হয়। একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি তারা। গোলরক্ষক রুপনা চাকমাও গুরুত্বপূর্ণ সময়ে বল ক্লিয়ার করে বড় বিপদ থেকে রক্ষা করেন দলকে।
শেষদিকে মিয়ানমার একটি গোল শোধ করলেও বাংলাদেশের রক্ষণ দেয়াল ভেদ করতে আর পারেনি। দুই ম্যাচ শেষে ‘সি’ গ্রুপে শীর্ষে এখন বাংলাদেশ। তুর্কমেনিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে জয় ধরা-ছোঁয়ার মধ্যে। এমনকি হারলেও গ্রুপ সেরা হওয়ার ভালো সম্ভাবনা আছে, হেড-টু-হেড ব্যবধানের কারণে।
প্রসঙ্গত, ১৯৮০ সালে পুরুষ দল এশিয়ান কাপ খেলেছিল। নারীদের জন্য এশিয়ান কাপের মূলপর্বে খেলার দ্বার খুলে যাচ্ছে এবারই প্রথমবারের মতো। ফুটবলে বাংলাদেশ এখন নতুন উচ্চতায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আট কোম্পানির উদ্যোক্তাদের নিয়ন্ত্রণে ৮০ শতাংশের বেশি শেয়ার
- ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ১১০ কোটি টাকার খেলাপি গ্রাহক গ্রেপ্তার
- ঢাবির হলে প্রকাশ্যে ধূমপানে ২০০ টাকা জরিমানার ঘোষণা
- প্রাতিষ্ঠানিকদের দখলে ৮ কোম্পানি: ৪০ শতাংশের বেশি বিনিয়োগ
- ১০ শতাংশ শেয়ারও নেই ৮ কোম্পানির উদ্যেক্তা-পরিচালকদের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৃত্তি : সাক্ষাৎকার যেদিন শুরু
- সরকারি চাকরিতে আসছে অবসরের নতুন নিয়ম
- এক কোম্পানির যাদুতেই শেয়ারবাজারে উত্থান!
- রেকর্ড দামে তিন প্রতিষ্ঠান: বিনিয়োগকারীদের মধ্যে উচ্ছ্বাস
- ২১ বস্ত্র কোম্পানিতে প্রাতিষ্ঠানিক মালিকানা নজরকাড়া তলানিতে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তিন কোম্পানি
- শেয়ারবাজারের ৯ ব্যাংকের সম্পদ যাচাই করবে বাংলাদেশ ব্যাংক
- রেকর্ড তলানিতে তিন কোম্পানির শেয়ার: বিনিয়োগকারীদের উদ্বেগ
- পদোন্নতি পাবেন না যেসব সরকারি কর্মকর্তারা
- সুনামির আশঙ্কা, প্রাণ হারাতে পারেন প্রায় ৩ লাখ মানুষ!