ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
মিয়ানমারকে হারিয়ে চমক বাংলাদেশের
.jpg)
বাংলাদেশ নারী ফুটবল দলের ইতিহাসে সোনালি অধ্যায় রচিত হলো মিয়ানমারের মাটিতে। ফাইনাল রেফারির বাঁশি বাজার সঙ্গে সঙ্গে আনন্দে ফেটে পড়ে বাংলাদেশ দল। কারণ, স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার পথে এক বিশাল ধাপ এগিয়ে গেছে লাল-সবুজের মেয়েরা।
ঋতুপর্ণা চাকমার জোড়া গোল আর দুর্দান্ত দলীয় পারফরম্যান্সে এই জয় এসেছে। ম্যাচের ১৮ মিনিটে বক্সের সামনে ফ্রি কিক থেকে প্রথমে প্রতিহত হওয়া বল ফিরিয়ে কোনাকুনি শটে জালে জড়ান ঋতুপর্ণা। ওই ফ্রি কিক পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ছিল শামসুন্নাহারের। পরে দ্বিতীয়ার্ধে আবারও বাঁ দিক থেকে অসাধারণ এক গোল করে দলের লিড দ্বিগুণ করেন ঋতুপর্ণা।
মিয়ানমার ম্যাচে বাংলাদেশ যেমন গোলে কার্যকর ছিল, তেমনি ভাগ্য এবং রক্ষণভাগের দৃঢ়তায় তারা ম্যাচে এগিয়ে থেকেছে। প্রথমার্ধে মিয়ানমার একবার গোল করেও অফসাইডে বাতিল হয়। একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি তারা। গোলরক্ষক রুপনা চাকমাও গুরুত্বপূর্ণ সময়ে বল ক্লিয়ার করে বড় বিপদ থেকে রক্ষা করেন দলকে।
শেষদিকে মিয়ানমার একটি গোল শোধ করলেও বাংলাদেশের রক্ষণ দেয়াল ভেদ করতে আর পারেনি। দুই ম্যাচ শেষে ‘সি’ গ্রুপে শীর্ষে এখন বাংলাদেশ। তুর্কমেনিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে জয় ধরা-ছোঁয়ার মধ্যে। এমনকি হারলেও গ্রুপ সেরা হওয়ার ভালো সম্ভাবনা আছে, হেড-টু-হেড ব্যবধানের কারণে।
প্রসঙ্গত, ১৯৮০ সালে পুরুষ দল এশিয়ান কাপ খেলেছিল। নারীদের জন্য এশিয়ান কাপের মূলপর্বে খেলার দ্বার খুলে যাচ্ছে এবারই প্রথমবারের মতো। ফুটবলে বাংলাদেশ এখন নতুন উচ্চতায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- চলতি সপ্তাহে বেক্সিমকোর ফ্লোর প্রাইস ওঠার সম্ভাবনা
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যত গড়তে পাশে থাকবে ঢাবি অ্যালামনাই
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- ১৬ জুলাই সরকারি ছুটি কি-না? যা জানা যাচ্ছে
- ঢাবির জিয়া হলে ‘ক্যারিয়ার টক’ অনুষ্ঠিত
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- ডিভিডেন্ড পেয়েছে চার কোম্পানির বিনিয়োগকারীরা