ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
দেড় কোটির প্রশ্ন: বাফুফে জানে না
.jpg)
বাংলাদেশ নারী ফুটবল দলের ইতিহাসগড়া সাফ চ্যাম্পিয়নশিপ জয় দেখতে দেখতে প্রায় এক বছর হয়ে গেল। সারা দেশের ক্রীড়াঙ্গনে নতুন অধ্যায় রচনা করা সেই মেয়েরা এখনও পাননি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ঘোষিত দেড় কোটি টাকার প্রাইজমানি। সময় গড়িয়ে গেলেও ফুটবলারদের হাতে এই অর্থ কবে তুলে দেওয়া হবে, তার কোনো নিশ্চয়তা বা ঘোষণা এখনও আসেনি।
সাবিনা খাতুন, আফঈদা খন্দকার, ঋতুপর্ণা চাকমা—এমন অনেকেই জাতীয় নারী দলের হয়ে দক্ষিণ এশিয়া ছাড়িয়ে এশিয়ান ফুটবলের মঞ্চে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন। মাত্র দেড় দশক আগে আন্তর্জাতিক ফুটবলে পা রাখা এই দলটি এখন বিশ্বকাপ ও অলিম্পিকে খেলার স্বপ্ন বুকে ধারণ করছে। অথচ এই সম্ভাবনাময় পথচলার প্রেরণা দেওয়ার বদলে তারা পাচ্ছেন হতাশা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাদের পক্ষ থেকে দেড় কোটি টাকা পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল সাফজয়ের পরপরই। কিন্তু এক বছরের কাছাকাছি সময় পার হয়ে গেলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কোনো লক্ষণ নেই।
অন্যদিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)সহ অন্যান্য প্রতিষ্ঠান যেসব আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছিল, তারা তা অনেক আগেই বুঝিয়ে দিয়েছে। অথচ বাফুফেই, যাদের সবার আগে এগিয়ে আসার কথা ছিল, তারা শুধু মুখে বলেই থেমে গেছে।
বাফুফের এই অবহেলা শুধু ফুটবলারদের হতাশই করছে না, নারী খেলাধুলার ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলছে। দেশে নারী ফুটবলের যেসব তারকা নিজেদের ক্যারিয়ার উৎসর্গ করেছেন জাতীয় দলের জন্য, তাদের প্রাপ্য সম্মান ও প্রণোদনা বুঝিয়ে দিতে বারবার পিছিয়ে পড়ছে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।
এই বিষয়ে বাফুফের কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি। তবে দেশের ক্রীড়ামোদী মানুষ এবং সংশ্লিষ্ট মহল দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন, যাতে দেশের গর্ব এসব নারী ফুটবলাররা তাদের ন্যায্য পাওনা বুঝে পান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- বিসিএসে স্বতন্ত্র বিভাগে অন্য বিভাগ অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ