ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
ডাকসুতে ভিপি জিএস এজিএস পদে যারা নির্বাচন করছেন
আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। আগামীকাল শেষ হচ্ছে মনোনয়নপত্র নেওয়ার সময়।
এখন পর্যন্ত ডাকসুতে মনোনয়নপত্র নিয়েছেন ১২৫ জন। আগামীকাল শেষদিনে এটি ৩০০ ছাড়িয়ে যাবে আশা করা যায়। এখন পর্যন্ত ভিপি পদে ১৯ জন, জিএস পদে ২ জন, এজিএস পদে ৫ জন, সম্পাদক পদে ৪৪ জন এবং সদস্য পদে ৫৫ জন মনোনয়ন নিয়েছেন।
ছাত্রদল, শিবির, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন, বাম সংগঠন এবং এর বাইরে দুই থেকে তিনটি প্যানেল থাকবে বলে সূত্র বলছে। এখন পর্যন্ত শুধুমাত্র ইসলামী ছাত্র আন্দোলন প্যানেল ঘোষণা করেছে। বাকিরা কাল পরশুর মধ্যেই ঘোষণা করতে পারে।
ছাত্রদলের প্যানেলে এখন পর্যন্ত আলোচনায় এগিয়ে আছে ভিপি পদে আবিদুল ইসলাম খান এবং জিএস পদে শেখ তানভীর বারী হামিম। শিবিরের প্যানেল থেকে ভিপি পদে সাদিক কায়েম, জিএস পদে এসএম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দিন খান নির্বাচন করতে পারেন।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ভিপি পদে আব্দুল কাদের, জিএস পদে আবু বাকের মজুমদার এবং এজিএস পদে তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরীকে নিয়ে প্যানেল ঘোষণা হতে পারে।
বামজোটের প্যানেলে ঢাবির ছাত্র ইউনিয়ন সভাপতি মেঘমল্লার বসু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক এবং বিপ্লবী ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল শীর্ষ তিন পদে থাকছেন।
ছাত্র অধিকার পরিষদের প্যানেলে (সমন্বিত) ভিপি পদে বিন ইয়ামিন মোল্লা, জিএস, এজিএস পদে আলোচনা চলছে। তবে রাকিবুল ইসলাম ও সাবিনা ইয়াসমিন আলোচনায় আছে।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ঘোষিত প্যানালে ভিপি পদে লড়বেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত এবং জিএস পদে লড়বেন খায়রুল আহসান মারজান। আর এজিএস পদে প্রার্থী হবেন ঢাবির সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ আলাউদ্দিন।
এর বাইরে স্বতন্ত্র প্যানেলে জামালুদ্দীন মোহাম্মদ খালিদ ভিপি এবং মাহিন সরকার জিএস নির্বাচন করতে পারেন। আরেক প্যানেলে উমামা ফাতেমা ভিপি এবং মহিউদ্দিন মুজাহিদ মাহি জিএস পদে। এছাড়া স্বতন্ত্র প্যানেল ছাড়া ভিপি পদে জুলিয়াস সিজার তালুকদার, ভিপি পদে শামীম হোসেন এবং এজিএস পদে আরাফাত চৌধুরী নির্বাচন করবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ