ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

প্রকাশ্যে কাঁদলেন কিম, নেপথ্যে যে কারণ

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ জুলাই ০১ ১৮:২৪:৪০
প্রকাশ্যে কাঁদলেন কিম, নেপথ্যে যে কারণ

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে সাধারণত কঠোর ও একনায়ক শাসক হিসেবেই দেখা হয়। দেশটিতে তিনিই একমাত্র ক্ষমতাধারী। তবে এবার তার এক ভিন্ন চেহারা প্রকাশ পেয়েছে। সবার সামনে অঝোরে কাঁদতে দেখা গেছে তাকে।

মঙ্গলবার (০১ জুলাই) ইয়াহু নিউজের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, এক অনুষ্ঠানে অংশ নিয়ে কিম জং উন আবেগাপ্লুত হয়ে যান এবং প্রকাশ্যে কান্নায় ভেঙে পড়েন। রাশিয়ায় যুদ্ধে নিহত উত্তর কোরীয় সেনাদের স্মরণে আয়োজিত ছিল এ অনুষ্ঠান।

দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে লড়াইয়ে প্রাণ হারানো উত্তর কোরীয় সেনাদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে কিম জং উনকে দেখা গেছে অশ্রুসিক্ত অবস্থায়। মস্কোর সঙ্গে প্রতিরক্ষা চুক্তির এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে যুদ্ধক্ষেত্রের কিছু ফুটেজ প্রদর্শিত হলে কিম আবেগপ্রবণ হয়ে পড়েন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, কিম জং উন কফিনের পাশে হাঁটু গেড়ে বসে আছেন এবং কফিনে হাত রেখে শ্রদ্ধা জানাচ্ছেন। কফিনগুলো উত্তর কোরিয়ার পতাকায় মোড়ানো ছিল। এ সময় তার চোখে জল এবং শ্বাসপ্রশ্বাসে অস্থিরতা লক্ষ করা যায়।

অনুষ্ঠানে প্রদর্শিত একটি ভিন্ন দৃশ্যে দেখা যায়, কিম জং উন রাশিয়ার কুর্স্ক অঞ্চলে উত্তর কোরিয়ার সেনা মোতায়েনের অনুমোদন দিচ্ছেন। এই অঞ্চলেই গত বছরের শেষ দিকে উত্তর কোরীয় সেনাবাহিনী পাঠানো হয় যৌথ সামরিক অভিযানে অংশ নিতে।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, কুর্স্ক অঞ্চলের যুদ্ধে অংশ নিয়ে প্রায় ৬ হাজার উত্তর কোরীয় সেনা নিহত বা আহত হয়েছেন।

এর আগে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস (NIS) জানিয়েছিল, ২০২৩ সালের ৮ থেকে ১৩ অক্টোবরের মধ্যে উত্তর কোরিয়ার নৌবাহিনীর জাহাজে করে স্পেশাল অপারেশনের অন্তত ১,৫০০ সেনাকে রাশিয়ার ভ্লাদিভস্তকে পাঠানো হয়েছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, খুব শিগগিরই উত্তর কোরিয়া রাশিয়ায় আরও সেনা পাঠাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমন পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এছাড়া তৃতীয় কোনো দেশের সঙ্গে সংঘাতের সম্ভাবনা তৈরি করতে পারে এবং উত্তর কোরিয়া ও পশ্চিমা বিশ্বের মধ্যকার উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে।

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা এনআইএস জানিয়েছে, রাশিয়ায় পাঠানো উত্তর কোরীয় সেনাদের রাশিয়ান সামরিক ইউনিফর্ম, অস্ত্র এবং জাল পরিচয়পত্র সরবরাহ করা হয়েছে। বর্তমানে এসব সেনা রাশিয়ার ভ্লাদিভোস্টকের সামরিক ঘাঁটি ছাড়াও উসুরিয়স্ক, খবরোভস্ক ও ব্লাগোভেশচেনস্ক এলাকায় অবস্থান করছে। প্রশিক্ষণ শেষে তাদের সরাসরি যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত