ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২
গা জায় বড় অভিযানের প্রস্তুতি: বেসামরিকদের সরিয়ে নিচ্ছে ইসরায়েল
.jpg)
ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) গাজার উত্তরাঞ্চলের যুদ্ধ-কবলিত এলাকা থেকে বেসামরিক অধিবাসীদের দক্ষিণের দিকে সরিয়ে নেওয়ার একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে।
শনিবার (১৬ আগস্ট) আইডিএফের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার থেকে শুরু হতে যাওয়া এই স্থানান্তর কার্যক্রমের জন্য সাধারণ মানুষের মধ্যে তাঁবু এবং অন্যান্য প্রয়োজনীয় ত্রাণসামগ্রী সরবরাহ করা হচ্ছে। এই খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
আইডিএফ জানিয়েছে, জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক ত্রাণ সংস্থার মাধ্যমে আশ্রয় শিবির নির্মাণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো হবে।
এই উদ্যোগটি এমন এক সময়ে নেওয়া হলো, যখন গত সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা সিটির উত্তরাঞ্চলে নিয়ন্ত্রণ জোরদার করতে একটি নতুন সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন। নেতানিয়াহু রবিবার বলেছিলেন, "গাজা সিটি হামাসের শেষ ঘাঁটি" এবং নতুন অভিযান শুরুর আগেই বেসামরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে। এই অভিযান বাস্তবায়িত হলে ইতোমধ্যেই মানবিক সংকটে থাকা প্রায় ২২ লাখ মানুষের ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, জাতিসংঘ আশ্রয়সামগ্রী সরবরাহের অনুমতি দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানালেও সতর্ক করে বলেছে, গাজাবাসীকে দক্ষিণে সরিয়ে নেওয়ার এই পদক্ষেপ কেবল তাদের দুর্ভোগই বাড়াবে। জাতিসংঘের একজন মুখপাত্রের মতে, "বাস্তবে গাজার কোনো জায়গাই নিরাপদ নয়।"
ফিলিস্তিনি সংগঠন ইসলামিক জিহাদ এই পুরো পরিকল্পনাকে "আন্তর্জাতিক আইনের প্রতি উপহাস" বলে অভিহিত করেছে।
গত সপ্তাহে গাজা সিটির জেইতুন ও শেজাইয়া এলাকায় ইসরায়েলি ট্যাংক ও বিমান হামলা আরও তীব্র হয়েছে। শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী জানায়, সেখানে নতুন অভিযান চালিয়ে বিস্ফোরক, সুড়ঙ্গ ধ্বংস এবং যোদ্ধাদের লক্ষ্যবস্তু করা হচ্ছে।
রয়টার্সের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল, গাজা সিটিতে থাকা প্রায় ১০ লাখ মানুষের সবাইকেই নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হবে কিনা, তবে আইডিএফ এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ জানিয়েছেন, গাজা সিটিতে নতুন অভিযানের পরিকল্পনা এখনো চূড়ান্ত হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- বিসিএসে স্বতন্ত্র বিভাগে অন্য বিভাগ অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ