ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

১৩৮ কোটি টাকায় নীতার রঙ বদলানো গাড়ি

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ আগস্ট ১৭ ১৭:০৮:৩৫
১৩৮ কোটি টাকায় নীতার রঙ বদলানো গাড়ি

বিশ্বের অন্যতম ধনকুবের ও ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির পরিবার সবসময়ই বিলাসবহুল জীবনযাপনের জন্য আলোচনায় থাকে। এবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তার স্ত্রী নীতা আম্বানি। সম্প্রতি তিনি ১০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৮ কোটি টাকা) মূল্যের একটি অত্যাধুনিক অডি এ৯ চ্যামেলিয়ন গাড়ি কিনেছেন।

বিশ্বজুড়ে এই মডেলের গাড়ি এখন পর্যন্ত মাত্র ১১টি বিক্রি হয়েছে, যার একটি এখন নীতা আম্বানির গ্যারেজে। ৮.০ লিটার বি৮ ইঞ্জিনবিশিষ্ট এই গাড়িটি ৬০০ এইচপি শক্তি উৎপন্ন করতে পারে এবং মাত্র ০.৫ সেকেন্ডে ০-১০০ কিমি/ঘণ্টা গতি তুলতে সক্ষম। সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৫০ কিলোমিটার, যা অনেক বুলেট ট্রেনের গতির কাছাকাছি।

গাড়িটির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো—এটি চ্যামেলিয়নের মতো রং পরিবর্তন করতে পারে। বৈদ্যুতিক প্রযুক্তির মাধ্যমে রঙের নকশা তৈরি হওয়ায় বোতাম টিপেই গাড়ির বাহ্যিক রঙ বদলে ফেলা যায়। দেখতে অনেকটা ভবিষ্যতের মহাকাশযানের মতো।

নতুন এই গাড়িটি ছাড়াও আম্বানি পরিবারের গ্যারেজে রয়েছে রোলস রয়েস, মার্সিডিজ বেঞ্জ, বিএমডব্লিউ ও ফেরারির মতো ১৭০টিরও বেশি বিলাসবহুল গাড়ি, যেগুলোর প্রতিটির দাম কয়েক কোটি টাকা।

এমন ব্যতিক্রমী ও চমকপ্রদ গাড়ি কেনার ঘটনা আবারও প্রমাণ করে দিল—বিলাসিতার দিক থেকে আম্বানি পরিবার সবসময়ই সবার এক ধাপ ওপরে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত