ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

মালয়েশিয়ায় আইএস নেটওয়ার্কে বাংলাদেশিরা

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ জুন ৩০ ১৪:৪৫:০৩
মালয়েশিয়ায় আইএস নেটওয়ার্কে বাংলাদেশিরা

মালয়েশিয়ায় আটককৃত বাংলাদেশিদের একটি অংশ আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সরাসরি সম্পৃক্ত বলে জানিয়েছেন দেশটির পুলিশ মহাপরিদর্শক দাতুক সেরি মোহাম্মদ খালিদ ইসমাইল।

তিনি জানান, সন্ত্রাসবিরোধী অভিযানের আওতায় আটক এসব ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে ইতোমধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এ বিষয়ে সোমবার (৩০ জুন) নিউ স্ট্রেইট টাইমস-এর এক প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়।

প্রতিবেদন অনুসারে, ইসলামিক স্টেটের উগ্র মতাদর্শে অনুপ্রাণিত হয়ে উগ্রপন্থি কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে কিছু বাংলাদেশিকে মালয়েশিয়ার সিকিউরিটি অফেন্সেস (স্পেশাল মেজারস) অ্যাক্ট ২০১২ এর আওতায় আটক করা হয়েছে।

মোহাম্মদ খালিদ ইসমাইল বলেন, আটকদের মধ্যে কয়েকজন এখনো পুলিশের হেফাজতে রয়েছে এবং তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তিনি আরও জানান, এই বিষয়ে বিস্তারিত তথ্য একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হবে।

সম্প্রতি দেশটির পুলিশ ৩৬ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে। অভিযোগ, তারা আইএস-এর মতাদর্শে প্রভাবিত হয়ে মালয়েশিয়ায় একটি উগ্র চরমপন্থি নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করছিলেন।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল জানিয়েছেন, ২৪ এপ্রিল শুরু হওয়া একটি সমন্বিত নিরাপত্তা অভিযানের মাধ্যমে সেলাঙ্গর ও জোহর প্রদেশে তিন ধাপে এই গ্রেপ্তার কার্যক্রম পরিচালনা করা হয়।

এই অভিযানে গ্রেপ্তার ৩৬ জনের মধ্যে ৫ জনকে সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট অপরাধে শাহ আলম ও জোহর বারু সেশন কোর্টে অভিযুক্ত করা হয়েছে। ১৫ জনকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং বাকি ১৬ জন এখনও তদন্তাধীন।

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের তথ্য অনুযায়ী, এই বাংলাদেশি গোষ্ঠীটি আইএস-এর ছায়ায় একটি নতুন সেল গঠনের চেষ্টা করছিল। তাদের উদ্দেশ্য ছিল নিজেদের সম্প্রদায়ের মধ্যে চরমপন্থি মতাদর্শ ছড়িয়ে দেওয়া, সন্ত্রাসী তৎপরতার জন্য অর্থ সংগ্রহ এবং নিজ দেশে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত