ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

কানাডায় চাকরির জন্য প্রবাসীদের কঠিন সংগ্রাম, ভিডিও ভাইরাল

ডুয়া নিউজ- প্রবাস
২০২৫ জুন ২৯ ১২:৪৯:৫৪
কানাডায় চাকরির জন্য প্রবাসীদের কঠিন সংগ্রাম, ভিডিও ভাইরাল

কানাডায় এক সাধারণ চাকরি মেলায় শত শত ভারতীয়সহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। কানাডা প্রবাসী এক ভারতীয় নারী এই দৃশ্যের একটিভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেন, যা দ্রুতই ভাইরাল হয়ে যায়।

শনিবার (২৮ জুন) এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, ওই নারী ভিডিওটির মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে প্রচণ্ড কর্মসংস্থান প্রতিযোগিতার বাস্তবতা তুলে ধরেছেন। ভিডিও ক্লিপে তিনি অনেক ভারতীয়র মধ্যে প্রচলিত কিছু ভুল ধারণাও তুলে ধরেন। তিনি বলেছেন, "অনেকে মনে করেন বিদেশ প্রচুর চাকরির সুযোগ, উন্নত জীবনযাত্রার নিশ্চয়তা দেয়। আসলে কানাডায় বহু আন্তর্জাতিক ছাত্রছাত্রী চ্যালেঞ্জিং বাস্তবতার মুখোমুখি হন।"

ভিডিওতে প্রবাসী ভারতীয় ওই নারী বলেন, "আমাদের জো ভারতীয় বন্ধুরা, তোমাদের আত্মীয়স্বজন হ্যায় জিনকো লাগতা হ্যায় কি কানাডা মে অনেক চাকরি অর পয়সা হ্যায়, উনকো ইয়ে ভিডিও দেখান।"

এরপর তিনি কর্মসংস্থান মেলার বাইরে চাকরিপ্রার্থীদের দীর্ঘ লাইন দেখান।

তিনি আরও জানান, "চাকরির এ সুযোগ একটি মৌলিক ইন্টার্নশিপের জন্য এবং মাত্র ৫ থেকে ৬ জনকে নিয়োগ করা হবে। এটাই কানাডার বাস্তবতা। যদি আপনি এর জন্য প্রস্তুত থাকেন, তাহলে কানাডায় আসুন - অন্যথায় ভারতই ভালো।"

পোস্টটির ক্যাপশনে লেখা আছে, "বিদেশে জীবন সবসময় স্বপ্নের মতো হয় না। কখনও কখনও এটি কেবল... দীর্ঘ লাইন।"

ভাইরাল হওয়া এই ভিডিও ক্লিপটি কানাডার চাকরির সংকট এবং বাড়তে থাকা বেকারত্বের বিষয়টি সামনে এনেছে। এটি অভিবাসী এবং বিদেশে চাকরি করার আগ্রহী দুই পক্ষের কাছ থেকে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

এ বিষয়ে একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, "মানুষকে সত্য জানানোর প্রথম ভিডিওটি দেখলাম। অন্যান্য প্রভাবশালী ব্যক্তিরা কানাডায় চলে যাওয়ার জন্য মানুষকে ভুল তথ্য এবং ধারণা দেওয়ার চেষ্টা করছেন।"

আরেকজন লিখেছেন, "টরন্টোতেও একই অবস্থা। এমনকি বেঁচে থাকার চাকরির জন্যও দীর্ঘ অপেক্ষা করতে হয়। যতক্ষণ না তারা বাস্তবতা দেখে ততক্ষণ সবাই মনে করে এটি সুযোগের দেশ।"

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত