ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
ঢাকা মেডিকেলে কাটেনি অচলাবস্থা, বাসা খুঁজতে বলছে মন্ত্রণালয়
.jpg)
ঢাকা মেডিকেল কলেজের আবাসিক হলগুলোর জরাজীর্ণ অবস্থা নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন এখনো অব্যাহত। ছাদের পলেস্তরা খসে পড়ছে, দেওয়ালে ফাটল, চারতলা পরিত্যক্ত ঘোষণার মতো নানা ঝুঁকির মুখে থেকেও ছাত্ররা হল ছাড়তে নারাজ। অন্যদিকে কর্তৃপক্ষও এখনও স্পষ্ট কোনো সমাধান দিতে পারেনি। ফলে ২২ জুন থেকে বন্ধ থাকা একাডেমিক কার্যক্রমও ফের চালু হয়নি।
গত এক মাস ধরে নতুন হল নির্মাণসহ পাঁচ দফা দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। ঈদের পর নবীনবরণ অনুষ্ঠানেও অংশ নেননি তারা। একাডেমিক কাউন্সিল ক্লাস ও পরীক্ষার কার্যক্রম স্থগিত ঘোষণা করে ছাত্রদের হল ছাড়ার নির্দেশ দিলেও আন্দোলনরত শিক্ষার্থীরা তা মানেননি। তারা বলছেন, লিখিত প্রতিশ্রুতি ছাড়া আন্দোলন প্রত্যাহারের প্রশ্নই ওঠে না।
শিক্ষকদের যুক্তি, হল নির্মাণ বা অবকাঠামো উন্নয়ন তাদের হাতে নেই সেসব সিদ্ধান্ত সরকারের। তারা কেবল বরাদ্দ অনুযায়ী সিট দিতে পারেন।
অতীতে ‘স্বপ্নের স্বাক্ষর’ নামে একটি প্রকল্পে ঢাকা মেডিকেল কলেজে নতুন আবাসন ও হাসপাতাল নির্মাণের ঘোষণা দেওয়া হলেও বাস্তবে কোনো অগ্রগতি হয়নি। ফলে এখনও শিক্ষার্থীদের থাকতে হচ্ছে ব্রিটিশ আমলের পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবনে।
গত ২৩ জুন স্বাস্থ্য মন্ত্রণালয়ে ছাত্র ও শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিক বলে স্বীকার করে আশ্বাস দেন নতুন ব্যাচের জন্য বিকল্প আবাসনের ব্যবস্থা হবে এবং নতুন হল নির্মাণে উদ্যোগ নেওয়া হবে। এরপর শিক্ষার্থীরা নিজেদের মধ্যে পরবর্তী সিদ্ধান্ত নিতে চায়।
কিন্তু ২৪ জুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষের সঙ্গে বৈঠকে শিক্ষার্থীরা আবারো আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। কারণ তারা স্পষ্ট কোনো সমাধান পাননি। ছাত্র প্রতিনিধি তানভীর বলেন, “আমরা লিখিত নিশ্চয়তা চাই যে কাজ শুরু হয়েছে এবং তার অগ্রগতি কী।”
হল কর্তৃপক্ষের বক্তব্য, সঠিক নিয়মে সিট বরাদ্দ দিলে বর্তমান অবকাঠামোতেই নতুন ব্যাচসহ সব শিক্ষার্থীকে আবাসনের ব্যবস্থা করা সম্ভব। প্রয়োজনে ইন্টার্ন চিকিৎসকদের ডরমেটরিও ব্যবহার করা হবে। কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা এতে রাজি নন। তারা চান নতুন ব্যাচকে আপাতত বাসা ভাড়া করে রাখা হোক এবং পুরোনোদের বর্তমানভাবে থাকতে দেওয়া হোক।
হল সুপার ডা. আহসান হাবিব বলেন, “ছাত্রদের দাবি যৌক্তিক। কিন্তু কাজ শুরু করতে হলে একনেকের অনুমোদন প্রয়োজন। এটা এখন অন্তর্বর্তী সরকার ফিরিয়ে দেওয়া হলেও কিছু করার থাকবে না।”
অধ্যক্ষ কামরুল আলম বলেন, “সবচেয়ে বড় বিষয় ছাত্রদের নিরাপত্তা। পরিত্যক্ত ফ্লোরে থাকা চলবে না। এক রুমে এক বা দুইজন থাকার দাবি মানা সম্ভব নয়। আগে ফ্লোর খালি করতে হবে পরে নতুন করে বরাদ্দ দেবো।”
সবশেষে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস থাকলেও শিক্ষার্থীদের বিশ্বাস ফেরাতে লিখিত অগ্রগতির প্রমাণই এখন প্রধান দাবি।
তথ্য : জাগোনিউজ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার