ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

ঢাবির ৬ শিক্ষককে না ফেরানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

২০২৫ অক্টোবর ১৪ ১৭:৩১:৫৮

ঢাবির ৬ শিক্ষককে না ফেরানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: চব্বিশের গণঅভ্যুত্থানের বিরোধিতা ও আন্দোলনকারী শিক্ষার্থীদের হুমকি দেওয়ার অভিযোগে সাময়িক বিরত রাখা ৬ শিক্ষকের ফেরানো ঠেকাতে প্রতিবাদ ও বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুর ২ টায় ঢাবির সামাজিক বিজ্ঞান ভবনের সামনে থেকে মিছিল নিয়ে ঢাবি উপাচার্যের (ভিসি) কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

সমাজবিজ্ঞান বিভাগের এই ৬ জন শিক্ষক হলেন: অধ্যাপক আ. ক. ম জামাল উদ্দিন, জিনাত হুদা, মশিউর রহমান, সাদেকা হালিম, মাহমুদা খাতুন ও খাইরুল চৌধুরী।

এসময় বিক্ষোভ সমাবেশ থেকে প্রশাসনের নিকট তারা তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো-

১) অভিযুক্ত শিক্ষকগণের বিরুদ্ধে গঠিত তদন্ত দ্রুত সম্পন্ন করা।

২) অভিযুক্তদের বিশ্ববিদ্যালয় ও বিভাগের সকল প্রকার প্রবেশ ও যোগাযোগ কার্যক্রম অবিলম্বে বন্ধ করা।

৩) একটি নিরাপদ, গণতান্ত্রিক ও মর্যাদাপূর্ণ শিক্ষার পরিবেশ পুনঃপ্রতিষ্ঠায় প্রশাসনের কার্যকর ভূমিকা নিশ্চিত করা।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত