ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

চাকসু হবে জাতীয় নির্বাচনের রিহার্সাল: চবি উপাচার্য

২০২৫ অক্টোবর ১৫ ১১:৫৯:৫১

চাকসু হবে জাতীয় নির্বাচনের রিহার্সাল: চবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত হচ্ছে চাকসু ও হল সংসদ নির্বাচন। এই নির্বাচনকে জাতীয় নির্বাচনের অনুশীলন বা রিহার্সাল হিসেবে দেখছেন উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহইয়া আখতার।

বুধবার (১৫ অক্টোবর) সকালে নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত ব্রিফিংয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের এই নির্বাচন শুধু বিশ্ববিদ্যালয়ের নয়, দেশের গণতান্ত্রিক চর্চার জন্যও ইতিবাচক বার্তা বহন করছে।

উপাচার্য জানান, সব পক্ষের সঙ্গে আলোচনা করে সুশৃঙ্খলভাবে নির্বাচন আয়োজন করা হয়েছে। তিনি বলেন, “এটা শিক্ষার্থীদের নির্বাচন, তারা চেয়েছে বলেই আমরা করেছি। প্রচারণার সময় কেউ কোনো বাধার মুখে পড়েনি, সবাই কোড অব কনডাক্ট মেনে প্রচারণা চালিয়েছে। পরিবেশ শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক—যা জাতীয় নির্বাচনের জন্যও অনুকূল পরিবেশ তৈরির ইঙ্গিত দিচ্ছে।”

তিনি আরও বলেন, “আমরা ভেবেছি, শিক্ষার্থীরা কীভাবে সহজে ভোট দিতে পারে। পোলিং এজেন্টদের উপস্থিতি, ব্যালট পূরণের সুবিধা, নিরাপত্তা—সব কিছুই নিশ্চিত করেছি। ওএমআর ব্যালট পদ্ধতিতে ভোটগ্রহণ হওয়ায় ফলাফলও নিরপেক্ষ ও দ্রুত প্রকাশ করা যাবে।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজ সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে স্থাপন করা হয়েছে ১৫টি কেন্দ্র ও ৬১টি ভোটকক্ষ। চাকসুর ২৬টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী, আর হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য লড়ছেন ৪৯৩ জন। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, ভোটগ্রহণ চলছে শান্তিপূর্ণভাবে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিক্ষক, কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনী, বিএনসিসি ও প্রক্টরিয়াল টিম সতর্ক অবস্থানে রয়েছে।

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত