ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২
ঢাবির পরিবহনে ব্যবস্থাপনায় ডাকসুর যুগান্তকারী উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহন সুবিধার মানোন্নয়নে একগুচ্ছ নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ মঙ্গলবার (১৪ অক্টোবর) ডাকসুর ফেসবুক পেজে এই তথ্য জানিয়েছেন।
গৃহীত উদ্যোগগুলোর মধ্যে অন্যতম হলো ‘আমাদের লাল বাস’ লাইভ ট্র্যাকিং অ্যাপ চালু। এই অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বাসগুলোর অবস্থান, সময়সূচি এবং রুট সংক্রান্ত তথ্য রিয়েল টাইমে জানতে পারবেন। আগামী বৃহস্পতিবার থেকে চালকদের মধ্যে অ্যাপটির ট্রায়াল শুরু হবে এবং সফল হলে রবিবার থেকেই শিক্ষার্থীরা এটি ব্যবহার করতে পারবেন।
এছাড়াও, ক্যাম্পাসের অভ্যন্তরে রিকশা ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে একটি নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় আগ্রহী রিকশাচালকদের তালিকা তৈরি, নির্দিষ্ট পোশাক ও ভাড়ার চার্ট প্রস্তুত করা হয়েছে, যা খুব শীঘ্রই বাস্তবায়ন শুরু হবে। পূজার ছুটিতে বিশ্ববিদ্যালয়ের সকল বাসের যান্ত্রিক ত্রুটি মেরামত করা হয়েছে।
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশার সাথে এক বৈঠকে ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক ও পরিবহন বিভাগের কর্মকর্তারা দীর্ঘদিনের পরিবহন সমস্যা সমাধানে বেশ কিছু গুরুত্বপূর্ণ এজেন্ডা উপস্থাপন করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: প্রতিটি রুটে সন্ধ্যাকালীন ট্রিপ চালু, বাস ডিপো বিকেন্দ্রীকরণ, উন্নতমানের বাস ব্যবস্থা, নারী শিক্ষার্থীদের জন্য নতুন বাস ক্রয়ের উদ্যোগ, বন্ধের দিনে অন্তত ১টি আপ-ডাউন ট্রিপ চালু, বসন্ত, শ্রাবণ ও ক্ষণিকা রুটের সমস্যা সমাধান, ক্ষণিকা রুটের জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল ফি ফ্রি করার উদ্যোগ, কুমিল্লা ও ভাঙ্গা রুট চালুর সম্ভাবনা যাচাই এবং বাস চালকদের ডোপ টেস্টের আওতায় আনা।
এই উদ্যোগগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশে বনাম হংকং, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ বাংলাদেশ বনাম হংকং ফুটবল ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে লাইভ দেখবেন
- বাংলাদেশে বনাম আফগানিস্তান,খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বিশ্বের সবচেয়ে দুর্বল শেয়ারবাজারের খেতাব পেল বাংলাদেশ!
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- শেয়ারবাজারে সাড়ে ৬ হাজার কোটি টাকার নতুন তদন্তে বিএসইসি
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- বিনিয়োগকারীদের স্বস্তি ফেরাবে বিএসইসি’র নতুন নিয়ম
- বাংলাদেশ বনাম আফগানিস্তান,ফ্রিতে দেখবেন যেভাবে
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- সরকারের বড় পদক্ষেপ: বন্ধ হচ্ছে ৯ লিজিং কোম্পানি
- মার্জারের দুই ব্যাংকে ফেঁসে গেল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও