ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২
আদালতে আত্মসমর্পণ করেও পালিয়ে গেলেন খুরশীদ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ সংক্রান্ত দুর্নীতির তিন মামলার আসামি ও রাজউকের সাবেক সদস্য (স্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম আদালতে আত্মসমর্পণের দরখাস্ত দিলেও হঠাৎ পালিয়ে গেছেন। বুধবার (১৫ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এ মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকলেও এ ঘটনা ঘটে। খুরশীদ আলম আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন জমা দিলেও বিচারক আসার আগেই আদালত এলাকা থেকে অনুপস্থিত হয়ে যান।
দুদকের প্রসিকিউশন শাখা সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রীর পরিবারের সঙ্গে এই মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। প্লট বরাদ্দের দুর্নীতির কারণে গত জানুয়ারি মাসে পৃথকভাবে ছয়টি মামলা দায়ের করে দুদক। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং অন্যান্য সদস্যদের আসামি করা হয়েছে। সব মামলায় অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়।
গত ৩১ জুলাই বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন তিন মামলায় অভিযোগ গঠন করেন। এক মামলায় শেখ হাসিনাসহ ১২ জন, অন্যটিতে ১৭ জন এবং বাকি মামলায় ১৮ জনকে আসামি করা হয়। এছাড়া বিশেষ জজ আদালত-৪-এর বিচারক মো. রবিউল আলম আরও তিন মামলায় বিভিন্ন সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবার সরকারের সর্বোচ্চ পদে থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে অযোগ্য হলেও ১০ কাঠা করে সরকারি প্লট বরাদ্দ নিয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশে বনাম হংকং, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ বাংলাদেশ বনাম হংকং ফুটবল ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে লাইভ দেখবেন
- বাংলাদেশে বনাম আফগানিস্তান,খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বিশ্বের সবচেয়ে দুর্বল শেয়ারবাজারের খেতাব পেল বাংলাদেশ!
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে সাড়ে ৬ হাজার কোটি টাকার নতুন তদন্তে বিএসইসি
- বিনিয়োগকারীদের স্বস্তি ফেরাবে বিএসইসি’র নতুন নিয়ম
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বাংলাদেশ বনাম আফগানিস্তান,ফ্রিতে দেখবেন যেভাবে
- সরকারের বড় পদক্ষেপ: বন্ধ হচ্ছে ৯ লিজিং কোম্পানি
- মার্জারের দুই ব্যাংকে ফেঁসে গেল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও