ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২
ঢাবির শোক দিবস পালিত; জগন্নাথ হল ট্র্যাজেডির ৪০ বছর
নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আজ বুধবার (১৫ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। ১৯৮৫ সালের ১৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের তৎকালীন অনুদ্বৈপায়ন ভবনের টেলিভিশন কক্ষের ছাদ ধসে ২৬ জন ছাত্র, ১৪ জন অতিথি ও কর্মচারীসহ মোট ৪০ জন নিহত হন এবং অসংখ্য শিক্ষার্থী ও অতিথি আহত হন। গতকাল এই ট্র্যাজিডির ৪০ বছর পার হয়েছে।
এ উপলক্ষে বুধবার সাড়ে ৭টায় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ জগন্নাথ হল স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন।
এরপর, সকাল ৮টায় জগন্নাথ হল অক্টোবর স্মৃতি ভবনস্থ টিভি কক্ষে উপাচার্যের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সাইফুদ্দীন আহমেদ, জগন্নাথ হল প্রাধ্যক্ষ দেবাশীষ পাল ও অন্যান্য প্রাক্তন প্রাধ্যক্ষবৃন্দ। এছাড়াও, আরও উপস্থিত ছিলেন ডাকসু ভিপি আবু সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদসহ ডাকসু ও হল সংসদের অন্যান্য নেতৃবৃন্দ। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাবি শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভাটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দীন আহম্মদ।
সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, তারা সবসময় আমাদের সাথে আছেন এবং থাকবেন। ১৯৮৫ সালের ১৫ অক্টোবরের ওই ঘটনা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সারা বাংলাদেশের মানুষকে একীভূত করেছিল। আমরা বিশ্বাস করি সেই ঘটনাকে কেন্দ্র করে যেই ভ্রাতৃত্ব গড়ে উঠেছিলো তার নির্যাস এখনো আছে, সেজন্য আজকে আমরা একসাথে হতে পেরেছি।
বিশ্ববিদ্যালয়ের সংস্কার নিয়ে তিনি বলেন, শুধুমাত্র সরকারি টাকার উপর নির্ভর করে আমরা এই বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ রূপে সংস্কার করতে পারবো না। বিশ্ববিদ্যালয়কে সংস্কার করতে আমি আপনাদেরকে, পুরো বাংলাদেশের মানুষকে পাশে চাই। এবার আমাদের সাথে বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ডাকসু ও হল সংসদের প্রতিনিধিরাও আছেন।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- স্বাভাবিক ঊর্ধ্বগতিতে লেনদেন, ডিএসইতে সূচকের শক্ত অবস্থান
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির পরিচালক
- ২৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা উদ্যোক্তা পরিচালকের
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- সূচক কমলেও স্বস্তিতে বাজার, লেনদেন বেড়েছে
- চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেস: রোমাঞ্চকর ম্যাচটি চলছে-দেখুন সরাসরি (LIVE)
- রোববার দর পতনের শীর্ষ কোম্পানির ভেতরের গল্প