ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২
ঢাবির শোক দিবস পালিত; জগন্নাথ হল ট্র্যাজেডির ৪০ বছর

নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আজ বুধবার (১৫ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। ১৯৮৫ সালের ১৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের তৎকালীন অনুদ্বৈপায়ন ভবনের টেলিভিশন কক্ষের ছাদ ধসে ২৬ জন ছাত্র, ১৪ জন অতিথি ও কর্মচারীসহ মোট ৪০ জন নিহত হন এবং অসংখ্য শিক্ষার্থী ও অতিথি আহত হন। গতকাল এই ট্র্যাজিডির ৪০ বছর পার হয়েছে।
এ উপলক্ষে বুধবার সাড়ে ৭টায় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ জগন্নাথ হল স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন।
এরপর, সকাল ৮টায় জগন্নাথ হল অক্টোবর স্মৃতি ভবনস্থ টিভি কক্ষে উপাচার্যের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সাইফুদ্দীন আহমেদ, জগন্নাথ হল প্রাধ্যক্ষ দেবাশীষ পাল ও অন্যান্য প্রাক্তন প্রাধ্যক্ষবৃন্দ। এছাড়াও, আরও উপস্থিত ছিলেন ডাকসু ভিপি আবু সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদসহ ডাকসু ও হল সংসদের অন্যান্য নেতৃবৃন্দ। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাবি শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভাটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দীন আহম্মদ।
সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, তারা সবসময় আমাদের সাথে আছেন এবং থাকবেন। ১৯৮৫ সালের ১৫ অক্টোবরের ওই ঘটনা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সারা বাংলাদেশের মানুষকে একীভূত করেছিল। আমরা বিশ্বাস করি সেই ঘটনাকে কেন্দ্র করে যেই ভ্রাতৃত্ব গড়ে উঠেছিলো তার নির্যাস এখনো আছে, সেজন্য আজকে আমরা একসাথে হতে পেরেছি।
বিশ্ববিদ্যালয়ের সংস্কার নিয়ে তিনি বলেন, শুধুমাত্র সরকারি টাকার উপর নির্ভর করে আমরা এই বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ রূপে সংস্কার করতে পারবো না। বিশ্ববিদ্যালয়কে সংস্কার করতে আমি আপনাদেরকে, পুরো বাংলাদেশের মানুষকে পাশে চাই। এবার আমাদের সাথে বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ডাকসু ও হল সংসদের প্রতিনিধিরাও আছেন।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশে বনাম হংকং, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ বাংলাদেশ বনাম হংকং ফুটবল ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে লাইভ দেখবেন
- বাংলাদেশে বনাম আফগানিস্তান,খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বিশ্বের সবচেয়ে দুর্বল শেয়ারবাজারের খেতাব পেল বাংলাদেশ!
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে সাড়ে ৬ হাজার কোটি টাকার নতুন তদন্তে বিএসইসি
- বিনিয়োগকারীদের স্বস্তি ফেরাবে বিএসইসি’র নতুন নিয়ম
- বাংলাদেশ বনাম আফগানিস্তান,ফ্রিতে দেখবেন যেভাবে
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- সরকারের বড় পদক্ষেপ: বন্ধ হচ্ছে ৯ লিজিং কোম্পানি
- মার্জারের দুই ব্যাংকে ফেঁসে গেল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও