ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২
রাকসু ও চাকসু নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে: ভোটগ্রহণ কবে?
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। উভয় বিশ্ববিদ্যালয়েই ভোটকেন্দ্র স্থাপন, বুথ নির্মাণ, এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
রাকসু নির্বাচন:রাকসু নির্বাচনের প্রচারণা আজ শেষ হচ্ছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, একজন ভোটারকে মোট ৪৩টি ভোট দিতে হবে ছয় রঙের ছয়টি ব্যালটে। ১৭টি কেন্দ্রে ছয় রঙের ব্যালট বাক্স থাকবে এবং দ্রুত ভোট গণনার জন্য ভিন্ন ভিন্ন রঙের ব্যালটের ব্যবস্থা করা হয়েছে। মোট ২৩টি পদের জন্য ২৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন এবং এজিএস পদে ১৬ জন। এছাড়া সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে পাঁচটি পদে ৫৮ জন এবং হল সংসদ নির্বাচনের ১৫টি পদের বিপরীতে ১৭টি হলে ৫৯৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১ জন, যার মধ্যে নারী ভোটার ১১ হাজার ৩০৫ এবং পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬ জন। ভোটগ্রহণ ১৬ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এবং ওইদিনই ফলাফল ঘোষণা করা হবে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে ১০০টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে এবং ৯৯০টি বুথ স্থাপন করা হচ্ছে।
চাকসু নির্বাচন:চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু ও হল সংসদ নির্বাচনের জন্য পাঁচটি অনুষদ ভবনে ১৫টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। বুথ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থার জন্য ২৫০টি সিসি ক্যামেরা থাকবে। ১৫টি কেন্দ্রের জন্য ৬৭টি কক্ষ প্রস্তুত করা হয়েছে, প্রতিটি কক্ষে পাঁচটি ব্যালট বাক্স এবং পাঁচজন করে এজেন্ট থাকবেন। একটি কেন্দ্রে সর্বোচ্চ ৫০০ ভোটার ভোট দিতে পারবেন। হল সংসদ নির্বাচনের ফলাফল ভোটকেন্দ্রে এবং কেন্দ্রীয় ফলাফল ব্যবসায় প্রশাসন (বিবিএ) অনুষদে ঘোষণা করা হবে। চাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট ১৫ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- ডিভিডেন্ড পেতে হলে নজর রাখুন ২ কোম্পানির রেকর্ড ডেটে
- নির্বাচনের পর বাজার আরও স্থিতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- মিশ্র সূচকের মধ্যেও বাজারে আশাবাদ অব্যাহত
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো
- সাপ্তাহিক লেনদেন বৃদ্ধিতে শীর্ষে ৬ বড় খাত
- ডিভিডেন্ড অনুমোদনে সপ্তাহজুড়ে ৩ কোম্পানিরএজিএম