ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

মাশরাফি এবার রাজনীতির বাইরে : ক্রীড়া উপদেষ্টা            

২০২৫ অক্টোবর ১৫ ১৪:৫৫:৫৮















মাশরাফি এবার রাজনীতির বাইরে : ক্রীড়া উপদেষ্টা




 
 



 




 
 



 

ডুয়া স্পোর্টস নিউজ:৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দলের অধিকাংশ নেতা-কর্মী আত্মগোপনে চলে গেছেন বা দেশত্যাগ করেছেন। একই পরিস্থিতির মধ্য দিয়ে গেছে দ্বাদশ জাতীয় সংসদের আওয়ামী লীগ হুইপ মাশরাফি বিন মুর্তজা। স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পরও মাশরাফি নিজেকে প্রকাশ্যে দেখাননি।

অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, মাশরাফি তার রাজনৈতিক অবস্থান থেকে সরে গেছেন। আসিফ বলেন, মাশরাফির ফেসবুক পোস্ট এবং গত বছরের সাক্ষাৎকার থেকে স্পষ্ট যে, তিনি রাজনীতিতে সক্রিয় নন। তিনি আর আওয়ামী লীগ বা অন্য কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত নন।

সাক্ষাৎকারে আসিফ মাশরাফির রাজনৈতিক অবস্থান পরিবর্তনের বিষয়টি নিয়ে বলেন, “আমার জানা মতে তিনি তার পূর্বের রাজনৈতিক অবস্থান থেকে সরে এসেছেন। তিনি ফেসবুকে স্পষ্ট করেছিলেন যে রাজনীতিতে আর নেই। শেষ এক বছরে তিনি ১৪টি পোস্ট করেছেন, যেগুলোর কোনোটি আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কিত নয়।”

আসিফ আরও জানান, সাকিব আল হাসানের ক্ষেত্রে যেমন অপরাধ ও বিতর্ক নিয়ে আলোচনা হয়েছে, মাশরাফির ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। যদি তিনি কোনো রাষ্ট্রীয় আইনে জড়িত থাকেন, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে বর্তমানে তিনি খেলাধুলা বা রাজনীতির সঙ্গে জড়িত নন, ফলে আলোচনার বাইরে আছেন।

মোটকথা, মাশরাফি বিন মুর্তজা এখন রাজনীতির বাইরে এবং তার বর্তমান কর্মকাণ্ড প্রমাণ করছে, তিনি আর কোনো রাজনৈতিক বা পার্টির সঙ্গে সম্পৃক্ত নন।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত