ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে দুদকে বদলি

২০২৫ অক্টোবর ১৫ ১৪:৫৪:০১

পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে দুদকে বদলি

নিজস্ব প্রতিবেদক: সরকার বাংলাদেশ পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এ বদলি করেছে। তাদের দুদকে পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এই পদক্ষেপ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে কার্যকর হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক।

বদলিকৃত কর্মকর্তারা হলেন পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারি পুলিশ সুপার) মো. আবু ইউসুফ এবং একই পদে থাকা মো. জাহিদুর রহমান। প্রজ্ঞাপনে তাদের দুদকে অবিলম্বে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে দুদকের একজন কর্মকর্তা জানান, নতুন দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা দ্রুত কমিশনের কার্যক্রমে সংযুক্ত হবেন এবং দুর্নীতি দমন কার্যক্রমে তাদের অভিজ্ঞতা কাজে লাগানো হবে। এই বদলি কমিশনের কার্যক্রমকে আরও কার্যকর ও স্বচ্ছ করার লক্ষ্যকে সামনে রেখে নেওয়া হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত