ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

চাকসু ভোটে আঙুলের কালি মুছে যাওয়ার অভিযোগ, কমিশন বলছে সমস্যা নেই

২০২৫ অক্টোবর ১৫ ১৪:০২:১০

চাকসু ভোটে আঙুলের কালি মুছে যাওয়ার অভিযোগ, কমিশন বলছে সমস্যা নেই

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভোট দেওয়ার পর আঙুলের কালি মুছে যাওয়ার অভিযোগ উঠলেও কর্তৃপক্ষ জানিয়েছে, এতে ভোট প্রক্রিয়ায় কোনো সমস্যা নেই।

বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। বেলা সাড়ে ১১টার দিকে দ্রোহ পর্ষদ, ১২টায় ছাত্রদল এবং সাড়ে ১২টার দিকে ছাত্রশিবির সমর্থিত প্যানেলও একই ধরনের অভিযোগ উত্থাপন করে।

ছাত্রদলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় অভিযোগ করেন, “নির্বাচন কমিশন বারবার অমোচনীয় কালি ব্যবহারের কথা বললেও তা বাস্তবে মানা হয়নি। প্রশাসন ইতোমধ্যে তাদের দায় স্বীকার করেছে। এটি ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে।”

মেরিন সাইন্স ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ওমর হাসনাত ছিদ্দিক তন্ময় জানান, “আমি বিজ্ঞান অনুষদ কেন্দ্রে ভোট দিয়েছি। ভোট সুন্দরভাবে চলছে। হাতে দেওয়া কালি কিছুটা উঠে গেলেও সমস্যা হয়নি, কারণ ভোটারদের ছবি দেখে ক্রসচেক করা হচ্ছে এবং স্বাক্ষর নেওয়া হচ্ছে। একবার ভোট দেওয়ার পর কেউ দ্বিতীয়বার ভোট দিতে পারবে না।”

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, “অভিযোগটি আমাদের কাছে এসেছে। তবে আমরা দেশে যেরকম ভালো কালি পাওয়া যায়, সেটাই ব্যবহার করেছি। কালি মুছে গেলেও ভোটারদের তিন ধাপে যাচাই করা হচ্ছে—প্রথমে সিরিয়াল নম্বর, এরপর আইডি নম্বর, তারপর নাম ও ছবি মিলিয়ে স্বাক্ষর নেওয়া হচ্ছে। তাই কেউ দ্বিতীয়বার ভোট দিতে পারবে না।”

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত