ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

নিষ্ঠার ধারাবাহিকতায় রাজনৈতিক দলগুলো সনদে সই করবেন: আইন উপদেষ্টা

২০২৫ অক্টোবর ১৫ ১৫:২১:৪৮

নিষ্ঠার ধারাবাহিকতায় রাজনৈতিক দলগুলো সনদে সই করবেন: আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, জুলাই সনদে রাজনৈতিক দলগুলো নিষ্ঠার সঙ্গে অংশগ্রহণ করেছেন এবং তিনি আশা করছেন, এই ধারাবাহিকতার কারণে তারা সনদে সই করবেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমরা জানি সব রাজনৈতিক দল আলোচনায় নিষ্ঠার সঙ্গে অংশ নিয়েছেন। আমি নিশ্চিত নই তারা কী সিদ্ধান্ত নেবেন, তবে ধারাবাহিকতা ধরে রেখে তারা সনদে সই করবেন। মূল মতবিরোধ তো আসলে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে।

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উপদেষ্টা আরও বলেন, যখনই কোনো অন্তর্বর্তীকালীন সরকার আসে, তখন নির্বাচন নিয়ে শঙ্কা থাকতেই পারে। তবে আমাদের পক্ষ থেকে আমরা দৃঢ়ভাবে বলতে চাই, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে। দ্বিতীয় কোনো বিকল্প বা সন্দেহের প্রশ্ন এখানে নেই।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত