ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

চাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ ছাত্রদলের

২০২৫ অক্টোবর ১৫ ১৩:২১:৪৬

চাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ ছাত্রদলের

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলেছেন জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী শাফায়েত হোসেন। তার দাবি, প্রশাসন স্বাক্ষরবিহীন ব্যালটে ভোট নিচ্ছে এবং ভোটারদের ছবি যাচাই ছাড়াই ভোট দিতে দিচ্ছে।

বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে ভোট প্রদান শেষে আইডি ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অভিযোগ করেন।

শাফায়েত হোসেন বলেন,আমি প্রশাসনকে আমার পরিচয় দেওয়ার পর আইডি চেক করে। কিন্তু সাধারণ শিক্ষার্থীদের ক্ষেত্রে সেই প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে না। আমরা বারবার অনুরোধ জানিয়েও প্রশাসনের কাছ থেকে কোনো কার্যকর পদক্ষেপ পাইনি।

তিনি আরও বলেন, আমরা চেয়েছিলাম চাকসু নির্বাচন কমিশন এমন একটি নির্বাচন আয়োজন করবে, যা ইতিহাসের অংশ হয়ে থাকবে। কিন্তু এখনো পর্যন্ত যা দেখছি, তাতে তারা কতটা সফল হতে পারবে, তা বলা কঠিন।

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত