ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

কড়া বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা

ডুয়া নিউজ- শিক্ষা
২০২৫ জুন ২৬ ১৩:৪৮:৪০
কড়া বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা

এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) বলেছেন, "প্রশ্নফাঁসের কোনো সুযোগ দেওয়া হবে না। কেউ গুজব ছড়ালে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।"

বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ ও সরকারি বাঙলা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এই মন্তব্য করেন।

সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, "প্রতিবারই প্রশ্নফাঁস নিয়ে আশঙ্কা থাকে, এবারও তা আছে। তবে এসএসসি পরীক্ষার মতো এবারও আমরা কঠোর তৎপরতায় রয়েছি। অসাধু চক্রের কোনো সুযোগ থাকবে না।" তিনি আরও জানান, গুজব ছড়ানো হলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

প্রশ্নপত্র নিয়ে কোনো মন্তব্য না করে তিনি বলেন, "প্রশ্ন কার কেমন হয়েছে সেটা নির্ভর করে শিক্ষার্থীর প্রস্তুতির ওপর। তবে আমরা নিশ্চিত করেছি যাতে প্রশ্নের মান ঠিক থাকে।"

পরীক্ষার পরিবেশ নিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, "পরীক্ষার্থীরা সময়মতো কেন্দ্রে এসেছে, নিয়মমাফিক পরীক্ষা শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষা প্রশাসন ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়েছে।"

তিনি আরও জানান, "পরীক্ষার্থীরা সবাই মাস্ক পরেছে, স্বাস্থ্যবিধি মেনে চলছে। ডেঙ্গু মোকাবেলায় আগেই পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়েছে। করোনা ও ডেঙ্গু নিয়ে আতঙ্কের কিছু নেই।"

উল্লেখ্য, বৃহস্পতিবার থেকে সারা দেশে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিন বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। মাদ্রাসা বোর্ডের অধীনে ৪৫৯টি কেন্দ্রে আলিমের কোরআন মাজিদ এবং কারিগরি বোর্ডের আওতায় ৭৩৩টি কেন্দ্রে এইচএসসি (বিএম/বিএমটি) পরীক্ষা হয়েছে।

সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত চলে প্রথম দিনের পরীক্ষা। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানায়, ১১টি শিক্ষা বোর্ডের আওতায় ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন। সারাদেশে মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত