ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত

ডুয়া নিউজ- শিক্ষা
২০২৫ জুলাই ১৬ ২২:০৮:৪৯
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলা এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের জেরে কারফিউ জারি জারি করা হয়। এর প্রেক্ষাপটে গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার (১৬ জুলাই) রাতে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে দিনভর সহিংসতায় অন্তত তিনজনের প্রাণহানি হয়েছে এবং আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপালগঞ্জ জেলায় কারফিউ জারি করেছে প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, 'ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন গোপালগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এবং এইচএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তার লক্ষ্যে আগামীকাল ১৭ জুলাই সকালে অনুষ্ঠাতব্য এইচএসসি পরীক্ষা ২০২৫-এর ভূগোল (তত্ত্বীয়) ২য় পত্র (পত্র কোড-১২৬) এর পরীক্ষা স্থগিত করা হলো।'

পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 'ঢাকা শিক্ষা বোর্ডের অন্যান্য জেলাসহ সকল সাধারণ শিক্ষা বোর্ডের আগামীকাল ১৭ জুলাই অনুষ্ঠাতব্য এইচএসসি পরীক্ষা ২০২৫-এর ভূগোল (তত্ত্বীয়) ২য় পত্র (পত্র কোড-১২৬) এর পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। ঢাকা শিক্ষা বোর্ডের অন্তর্গত গোপালগঞ্জ জেলার স্থগিতকৃত ভূগোল (তত্ত্বীয়) ২য় পত্র (পত্র কোড-১২৬) এর পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।'

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত