ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

আপত্তিকর অবস্থায় হিরো আলমের স্ত্রী আটক, এলাকাবাসীর গণপিটুনি

ডুয়া নিউজ- বিনোদন
২০২৫ জুন ২২ ১৫:৫৮:০৪
আপত্তিকর অবস্থায় হিরো আলমের স্ত্রী আটক, এলাকাবাসীর গণপিটুনি

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের তৃতীয় স্ত্রী রিয়া মনি এবং বার ড্যান্সার ম্যাক্স অভি রিয়াজকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

আজ রোববার (২২ জুন) তাদের আদালতে তোলা হবে বলে জানিয়েছে হাতিরঝিল থানা পুলিশ। তবে ঘটনাটি ঘটেছে শনিবার (২১ জুন) সন্ধ্যায় রাজধানীর রামপুরা উলন রোডে, হিরো আলমের ভাড়া নেওয়া একটি ফ্ল্যাটে।

অভিযোগ উঠেছে, সেখানে রিয়া মনি ও ম্যাক্স অভি আপত্তিকর অবস্থায় ধরা পড়েন। হিরো আলম নিজেই তাদের হাতেনাতে ধরেছেন বলে দাবি করেছেন।

হিরো আলম সাংবাদিকদের বলেন, "রিয়া মনি আমার স্ত্রী। এখনো আমাদের তালাক হয়নি। অথচ সে পরপুরুষের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে। আমি আপত্তিকর অবস্থায় ধরে ফেললে, সে উল্টো আমার ওপর হামলা চালায়।"

হিরো আলমের অফিস সহকারী সেলিম বলেন, "ওই বাসা থেকে অনেকদিন ধরেই অসামাজিক কার্যকলাপ চলে আসছিল। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছিল। ঘটনাস্থলে হিরো আলম উপস্থিত হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা দুজনকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন।"

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, রক্তাক্ত অবস্থায় ম্যাক্স অভিকে পুলিশ গাড়িতে তুলছে, আর আশপাশে থাকা লোকজন 'ভুয়া, ভুয়া' বলে স্লোগান দিচ্ছে। কিছুক্ষণ পর রিয়া মনিকেও পুলিশি হেফাজতে নেওয়া হয়।

এর আগে শনিবার বিকালেই হিরো আলমের আরেকটি ভিডিও ভাইরাল হয়, যেখানে রিয়া মনির সঙ্গে ধস্তাধস্তি করতে দেখা যায় তাকে। হিরো আলম জানান, তাদের আইনগত বিচ্ছেদ এখনো হয়নি, তাই স্ত্রীর এমন সম্পর্ক তিনি মেনে নিতে পারেননি।

প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিলে হিরো আলম তার বাবার মৃত্যুর সময় স্ত্রীর অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে রিয়া মনিকে ডিভোর্স দেওয়ার ঘোষণা দেন। এরপর থেকেই রিয়া মনি ও অভির ঘনিষ্ঠতা নিয়ে নানা গুঞ্জন ছড়ায়।

এমনকি অভির স্ত্রীও অভিযোগ করেন, রিয়া মনির সঙ্গে সম্পর্কই তাদের সংসার ভাঙার কারণ। হাতিরঝিল থানার ওসি জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত