ঢাকা, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২
পাকিস্তানি সেনাপ্রধানের সঙ্গে যে কথা হলো ট্রাম্পের সেই ‘রুদ্ধদ্বার বৈঠকে’
মাত্র দুই মাস আগে ভারত-পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছিল। টানা ১৯ দিন ধরে চলা ওই সংঘাত আরও ভয়াবহ রূপ নেওয়ার আগেই যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতার ভূমিকা পালন করেন যার ফলে দুই দেশ যুদ্ধবিরতিতে পৌঁছায়। এর মধ্যেই নতুন করে বিশ্ব রাজনীতিতে উত্তেজনা ছড়িয়েছে—ইরান-ইসরায়েল সংঘাত ঘিরে। সাত দিন ধরে চলমান এই সংঘাত নতুন করে উদ্বেগে ফেলেছে পাকিস্তানকে। কারণ দেশটির রয়েছে ইরানের সঙ্গে দীর্ঘ সীমান্ত।
এমন পটভূমিতে বুধবার (১৮ জুন) ওয়াশিংটনের হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে একান্ত বৈঠকে বসেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। বৈঠকে ভারত-পাকিস্তান ও ইরান-ইসরায়েল পরিস্থিতি উঠে আসে বলে জানা গেছে।
সূত্র জানায়, ১৪ জুন থেকেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন জেনারেল মুনির। তাকে আমন্ত্রণ জানিয়ে হোয়াইট হাউসে বৈঠক ও মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানান ট্রাম্প। হোয়াইট হাউস সূত্রে জানা যায়, ইরান-ইসরায়েল সংঘাতে পাকিস্তান যেন কোনোভাবে জড়িয়ে না পড়ে—এই বার্তা দিতেই বৈঠকের আয়োজন করেন ট্রাম্প।
বৈঠকের আগে ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন জেনারেল মুনির। পরে তারা বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে ট্রাম্প বলেন, আসিম মুনিরের সঙ্গে দেখা করে তিনি সম্মানিত বোধ করছেন। তারা ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি এবং ইরান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন।
ট্রাম্প সাংবাদিকদের বলেন, “ভারত-পাকিস্তান যুদ্ধ থামাতে ভূমিকা রাখায় আমি সেনাপ্রধানকে ধন্যবাদ জানিয়েছি। কারণ তিনি যুদ্ধ না চেয়ে শান্তির পথ বেছে নিয়েছেন। দুইজন বিচক্ষণ মানুষ যুদ্ধ না করে আলোচনা বেছে নিয়েছেন—যা দুই পরমাণু শক্তিধর দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
ইরান-ইসরায়েল ইস্যুতে আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নে ট্রাম্প বলেন, “হ্যাঁ, আলোচনা হয়েছে। পাকিস্তান ইরানকে ভালোভাবে চেনে। তারা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নয় তবে সতর্কভাবে নজর রাখছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বিপিএল ২০২৬: সিলেট বনাম রাজশাহী-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- নোয়াখালী বনাম চট্টগ্রাম: জমজমাট ম্যাচটি শেষ-জেনে নিন ফলাফল
- চলছে সিলেট বনাম নোয়াখালীর ম্যাচ: দেখুন সরাসরি (LIVE)
- ঢাকা ক্যাপিটালস বনাম রাজশাহী ওয়ারিয়র্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ সিলেট বনাম রাজশাহীর ম্যাচ: সরাসরি দেখার উপায়-সময়সূচি
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্স: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- রংপুর রাইডার্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ২০২৬ বিপিএল: কবে, কখন, কোথায়-জানুন পূর্ণাঙ্গ সময়সূচি
- দুবাই ক্যাপিটালস বনাম এমআই ইমিরেটস-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- জায়ান্টস বনাম এমিরেটস: বোলিংয়ে সাকিব-দেখুন সরাসরি (LIVE)
- আবু ধাবি নাইট রাইডার্স বনাম শারজাহ ওয়ারিয়র্জ: বোলিংয়ে তাসকিন-দেখুন সরাসরি (LIVE)
- কিছুক্ষণ পর চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- শারজাহ ওয়ারিয়র্স বনাম দুবাই ক্যাপিটালস: ব্যাটিংয়ে মুস্তাফিজরা-সরাসরি দেখুন
- ঢাকা বনাম রাজশাহীর ম্যাচ চলছে: ব্যাটিংয়ে ক্যাপিটালস, দেখুন সরাসরি