ঢাকা, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২
খামেনির ‘সবচেয়ে ঘনিষ্ঠজনকে’ হত্যা, দাবি ইসরায়েলের
.jpg)
তেহরানে চালানো এক হামলায় ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের প্রধান আলি শাদমানিকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তিনি ছিলেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগীদের একজন।
সোমবার (১৬ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়। ইসরায়েলের দাবি অনুযায়ী, শাদমানি ছিলেন ইরানের অন্যতম জ্যেষ্ঠ সামরিক কমান্ডার এবং সরাসরি খামেনির আস্থাভাজন। তবে ইরানের পক্ষ থেকে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে ১৩ জুন ইসরায়েলের হামলায় খাতাম আল-আনবিয়ার সাবেক প্রধান গোলাম আলি রশিদ নিহত হন। তার পরই শাদমানিকে নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
ইরানের পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলের হাইফা ও তেল আবিব শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে চারজন নিহত ও অন্তত ৮৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ান।
তেল আবিব ও হাইফার বেশ কয়েকটি স্থানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। পেতাহ টিকভা শহরে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে দেয়াল পুড়ে যায় এবং জানালাগুলো উড়ে যায়। হাইফায় একটি বিদ্যুৎকেন্দ্রে আগুন ধরে যায় এবং প্রায় ৩০ জন আহত হন।
ইসরায়েলি সেনাবাহিনী জানায়, উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয় এবং নাগরিকদের বোমা আশ্রয়কেন্দ্রে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, তারা ইসরায়েলের উদ্দেশ্যে অন্তত ১০০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এই হামলাকে তারা ইসরায়েলের আগের হামলার প্রতিশোধ হিসেবে বর্ণনা করেছে এবং জানিয়েছে, আন্তর্জাতিক আহ্বানে তারা কর্ণপাত করছে না।
এর আগে ইসরায়েল সরাসরি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা চালায়। এতে কিছু সময়ের জন্য সম্প্রচার বন্ধ হয়ে যায়। পরে সম্প্রচার পুনরায় শুরু হলেও হতাহতের সংখ্যা নির্দিষ্ট করে জানায়নি ইরান।
টেলিভিশনের সম্প্রচার বিভাগের প্রধান পেমান জেবেলি জানান, ‘আমরা শেষ মুহূর্ত পর্যন্ত দায়িত্ব পালন করে যাব।’
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ হামলার দায় স্বীকার করে বলেন, ‘টেলিভিশন ভবনটি সামরিক কাজে ব্যবহৃত হচ্ছিল।’ তার ভাষ্য অনুযায়ী, হামলার আগে ভবনটি খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি হুঁশিয়ার করে বলেন, ‘ইরানের স্বৈরশাসক যেখানেই থাকুক তাকে আঘাত করা হবে।’
এই ক্রমবর্ধমান উত্তেজনায় মধ্যপ্রাচ্যে বড় পরিসরের যুদ্ধের আশঙ্কা বাড়ছে যা জি-৭ সম্মেলনেও বিশ্বনেতাদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে আর্থিক খাতের কোম্পানি
- নতুন সিনেট সদস্য হলেন ঢাবির ৫ অধ্যাপক
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- সর্বোচ্চ উচ্চতায় ১৭ কোম্পানির শেয়ার
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১২ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহ উদ্ধার
- ‘মুজিব’স ব্লান্ডার্স’: নেপথ্যের ষড়যন্ত্র উন্মোচন
- ৩ আগস্টের আগাম বার্তায় উত্তাপ ছড়াচ্ছে এনসিপি
- ‘৪ আগস্ট রাতেই হাসিনা পতনের পরিকল্পনায় শিবির নেতা সিবগাতুল্লাহ’