ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২
প্রথমবারের মতো চাঁদে পা রাখতে যাচ্ছেন বাংলাদেশি
.jpg)
‘স্পেস নেশন’-এর মুন পায়োনিয়ার মিশনে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে চাঁদে পা রাখার দৌড়ে এগিয়ে আছেন বাংলাদেশের রুথবা ইয়াসমিন। ২০২৫ সালের ১৬ এপ্রিল স্পেস নেশন জানায়, তাদের ঘোষিত মিশনে অংশগ্রহণকারী বেশিরভাগই নারী এবং রুথবা তাদের অন্যতম। সফল হলে তিনিই হবেন প্রথম বাংলাদেশি নারী যিনি চাঁদে পদার্পণ করবেন।
রুথবার গবেষণার মূল বিষয় মহাকাশ আবহাওয়া। ঢাকার স্কলাস্টিকা স্কুল থেকে শিক্ষাজীবন শুরু করে তিনি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের মাউন্ট হোলিওক কলেজে পদার্থবিজ্ঞানে স্নাতক এবং গণিতে মাইনর সম্পন্ন করেন ২০১৪ সালে। পরে কোভিড মহামারির সময় বাংলাদেশে ফিরে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ডেটা সায়েন্সে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। এরপর ২০২৪ সালে তিনি ইউনিভার্সিটি অব সাউথ আলাবামা থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স সম্পন্ন করেন।
এই চন্দ্রাভিযানে অংশ নেওয়া সদস্যদের মধ্যে রয়েছেন রুথবা, যেখানে নারীই সংখ্যাগরিষ্ঠ। পুরো দলে মাত্র একজন পুরুষ সদস্য, বাকিরা সবাই নারী। এই দলের গর্বিত একজন সদস্য বাংলাদেশের প্রতিনিধি রুথবা ইয়াসমিন।
রুথবা ইয়াসমিনের মহাকাশ অভিযাত্রার স্বপ্নের বীজ বোনা হয় শৈশবে। যুক্তরাষ্ট্রে পড়াশোনার সময় তার গবেষণার থিসিস ছিল মহাকাশের আবহাওয়া, বিশেষ করে জিওম্যাগনেটিক ঝড়—যা পৃথিবীর ম্যাগনেটোস্ফিয়ারকে প্রভাবিত করে। এই থিসিসই পরবর্তীতে তার মহাকাশ অভিযানের পথ খুলে দেয়। রুথবা বলেন, “আমার সব সময়ই গভীর এক ইচ্ছা ছিল ফিজিক্স ডিগ্রিকে বাস্তবে কাজে লাগানোর। সেখান থেকেই মহাকাশে পা রাখার স্বপ্ন গড়ে ওঠে।”
স্পেস নেশনের মুন পায়োনিয়ার মিশনের প্রশিক্ষণে রুথবা দুটি গুরুত্বপূর্ণ ধাপে অংশ নেন। প্রথম রাউন্ডে তিনি দায়িত্ব পালন করেন Moon Base EVA Specialist হিসেবে—যেখানে মক স্পেসস্যুট পরে চাঁদের পৃষ্ঠে অভিযানে অংশ নেন। পরবর্তী রাউন্ডে তিনি কাজ করেন Mission Control Engineer পদে। যেখানে চাঁদের বেস ক্যাম্পে থাকা দলের প্রতিটি সদস্যকে দূর থেকে দিকনির্দেশনা দিয়ে নিরাপদে ফিরিয়ে আনার দায়িত্বে ছিলেন তিনি।
প্রতিটি ধাপেই রুথবা দক্ষতা ও সফলতার সঙ্গে নিজেকে প্রমাণ করেছেন। এখন তার অপেক্ষা চূড়ান্ত গন্তব্য—চাঁদের পথে যাত্রার।
মহাকাশ ছোয়ার স্বপ্ন দেখা হাজারও বাঙালি তরুণের পথপ্রদর্শক হতে পারেন রুথবা, "যারা মহাকাশ নিয়ে স্বপ্ন দেখে, বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতে ভালো ভিত্তি তৈরি করুক। তবে কেবল শিক্ষাগত ডিগ্রিই যথেষ্ট নয়। দরকার কৌতূহল, সাহস, সমস্যা সমাধানে দক্ষতা এবং নিজের স্বকীয়তা। মহাকাশ এখন শুধুই পশ্চিমাদের মাঠ নয়; বরং বাংলাদেশ থেকেও সেখানে পৌঁছানো সম্ভব।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- শেয়ার কারসাজিতে শ্যালক–দুলাভাইর দেড় কোটি টাকা জরিমানা
- শেয়ারবাজারে প্রসারিত হচ্ছে টেকসই বিনিয়োগের নতুন দিগন্ত
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর
- উৎপাদন বাড়াতে নতুন যন্ত্রপাতিতে বিনিয়োগ করছে দুই কোম্পানি