ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

উত্তাল লস অ্যাঞ্জেলেস: ট্রাম্পের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ায় মামলা

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুন ১০ ১২:৫০:২৮
উত্তাল লস অ্যাঞ্জেলেস: ট্রাম্পের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ায় মামলা

রাজ্য প্রশাসনের অনুমতি ছাড়াই বিক্ষোভমুখর লস অ্যাঞ্জেলেসে হাজার হাজার ন্যাশনাল গার্ড ও ৭০০ মেরিন সেনা মোতায়েন করায় ক্যালিফোর্নিয়া রাজ্য প্রশাসন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে।

সোমবার (৯ জুন) সান ফ্রান্সিসকোর ফেডারেল আদালতে দায়ের করা মামলায় আসামি করা হয়েছে ট্রাম্প, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়কে। মামলার অভিযোগে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট ইচ্ছেমতো কোনও অঙ্গরাজ্যে সেনা মোতায়েন করতে পারেন না। ক্যালিফোর্নিয়া রাজ্য সরকারের সঙ্গে আলোচনা ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়ায় ট্রাম্প সংবিধান লঙ্ঘন করেছেন।

এতে আরও বলা হয়, বর্তমানে যে সেনা সদস্যরা সেখানে মোতায়েন আছেন, তারা যেন ক্যালিফোর্নিয়া প্রশাসনের অধীনেই কাজ করেন।

ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বনতা জানান, ট্রাম্পের এই সিদ্ধান্ত অপ্রয়োজনীয়, বিপরীতমুখী এবং আইনের পরিপন্থী।

এদিকে, গত ২০ জানুয়ারি শপথ নেওয়ার পর অভিবাসনবিরোধী এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন ট্রাম্প। এরপর থেকেই বিভিন্ন অঙ্গরাজ্যে অভিবাসীদের শনাক্ত ও আটক অভিযান চালায় মার্কিন পুলিশ এবং আইসিই।

এরই ধারাবাহিকতায় গত ৬ জুন লস অ্যাঞ্জেলেসের প্যারামাউন্ট এলাকায় অভিযান চালায় পুলিশ ও আইসিই। তবে শুরুতেই তারা তীব্র প্রতিরোধের মুখে পড়ে। স্থানীয়রা ইট-পাটকেল, বোতল ও মলোটভ ককটেল ছুড়ে জবাব দেয়। পরিস্থিতি সামাল দিতে পরদিন ২ হাজার ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দেন ট্রাম্প। এতে সংঘাত আরও বাড়ে।

শেষ পর্যন্ত সোমবার আরও ২ হাজার ন্যাশনাল গার্ড ও ৭০০ মেরিন সেনা পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এর প্রতিবাদে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম পূর্বঘোষিত হুমকি অনুযায়ী মামলা করেন।

হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি আনা কেলি এক প্রতিক্রিয়ায় জানান, নিউসাম এই মামলা করেছেন নিজের রাজনৈতিক অবস্থান টিকিয়ে রাখার জন্য।

অন্যদিকে গভর্নর নিউসাম এক্স-এ দেওয়া বার্তায় ট্রাম্পকে সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেছেন, আপনি চাইলে এই সমস্যার তাৎক্ষণিক সমাধান করতে পারেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত