ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
বড় আন্দোলনে নামছে ৩ 'দল'

আসন্ন ঈদুল আযহার ছুটি শেষে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ের সামনে বড় ধরনের আন্দোলনে নামতে যাচ্ছেন নিবন্ধনধারী তিনটি 'দল'।
আগামী ১৫ জুন রোববার এই কর্মসূচি পালিত হবে বলে জানা গেছে। যদিও তাদের কর্মসূচির ধরন এখনও স্পষ্ট নয়, আন্দোলনে অংশ নিতে যাওয়া ব্যক্তিরা ‘কঠোর’ কর্মসূচির আভাস দিয়েছেন।
এই আন্দোলনে অংশ নিচ্ছেন ১-১২তম, ১৭তম ও ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রার্থীরা।
১৮তম নিবন্ধন পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থী মো. রবিউল ইসলাম বলেন, “এই পরীক্ষায় ২০ হাজারেরও বেশি প্রার্থীকে ফেল করানো হয়েছে। অথচ ভাইভায় ২০ নম্বরের মধ্যে প্রশ্নোত্তরের জন্য বরাদ্দ ছিল মাত্র ৪ নম্বর যার জন্য কেউ ফেল করবে—এটা অস্বাভাবিক। অতীতে কখনো এত সংখ্যক প্রার্থী ফেল করেনি।”
তিনি আরও দাবি করেন, “কোনো বোর্ডে ৩০ জনের মধ্যে ১ জন পাস করেছে আবার কোথাও ৩০ জনের মধ্যে ২৭ জন। এসব তথ্য থেকে পরিষ্কার বোঝা যায় কোথাও না কোথাও অনিয়ম হয়েছে। আমরা চূড়ান্ত ফল পুনঃপ্রকাশের দাবি জানাচ্ছি এবং এ দাবিতে রোববার এনটিআরসিএ কার্যালয়ের সামনে আন্দোলন করবো।”
অন্যদিকে ১৭তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ মো. জমির উদ্দিন বলেন, “এক বছরের পরীক্ষা শেষ করতে এনটিআরসিএ চার বছর সময় নিয়েছে। ফলে আমাদের মধ্যে ৭৩৯ জন প্রার্থীর বয়স ৩৫ বছরের সীমা অতিক্রম করেছে। আমরা এখন কোনো গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারছি না। আইন মন্ত্রণালয়ের মতামত আমাদের পক্ষে রয়েছে। ন্যায্য দাবি আদায়ের জন্য আমরাও ১৫ জুন এনটিআরসিএ কার্যালয়ের সামনে জমায়েত হব।”
আন্দোলনে বিভিন্ন ব্যাচের প্রার্থীদের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, “সবারই নিজ নিজ দাবিতে আন্দোলনের অধিকার রয়েছে। আমরা সবাই এনটিআরসিএর সামনে নিজ নিজ দাবিতে একত্রিত হব।”
এদিকে আন্দোলনের আশঙ্কায় আগে থেকেই নিরাপত্তা চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে আবেদন জানিয়েছে এনটিআরসিএ। ঈদের ছুটির আগে এনটিআরসিএর সচিব স্বাক্ষরিত একটি চিঠিতে ১-১২তম ও ১৮তম নিবন্ধনধারীদের সম্ভাব্য আন্দোলনের কথা উল্লেখ করে বলা হয়:
“অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩ এর মৌখিক পরীক্ষার ফল প্রকাশের পর ১-১২তম এবং ১৮তম ব্যাচের প্রার্থীরা কার্যালয় ঘেরাও করতে পারে। তাই ১৫ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত প্রতিদিন এনটিআরসিএ কার্যালয়ে পুলিশের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুনরায় অনুরোধ করা হলো।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস