ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২
৬ষ্ঠ শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন শুরু, জেনে নিন প্রক্রিয়া

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার আওতাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৫ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। এই প্রক্রিয়া ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। বোর্ডের নির্দেশে বিদ্যালয় প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
বয়স ও যোগ্যতা
জেএসসি পরীক্ষার নীতি অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি শিক্ষার্থীর ন্যূনতম বয়স ৯ বছর এবং সর্বোচ্চ ১৫ বছর হতে হবে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ২০ বছর পর্যন্ত শিথিল করা হয়েছে।
রেজিস্ট্রেশন পদ্ধতি ও ফি
শিক্ষার্থীরা কেবল তাদের নিজ প্রতিষ্ঠানের নামে রেজিস্ট্রেশন করতে পারবে। অনুমোদিত নয় এমন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিকটস্থ অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে।
রেজিস্ট্রেশন ফি জমা দিতে ঢাকা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে সোনালী সেবার স্লিপ প্রিন্ট করে ২৪ ঘণ্টার মধ্যে ব্যাংকে জমা দিতে হবে। ফরমটি কোনোভাবেই ফটোকপি করে জমা দেওয়া যাবে না।
মূল নির্দেশনা ও প্রক্রিয়া:
১. জেএসসি পরীক্ষা নীতিমালার ধারা অনুযায়ী, শিক্ষার্থীর বয়স ন্যূনতম ৯ বছর এবং সর্বোচ্চ ১৫ বছর; বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ২০ বছর।
২. কেবলমাত্র বোর্ড কর্তৃক অনুমোদিত বিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা তাদের নিজ প্রতিষ্ঠানের নামে রেজিস্ট্রেশন করতে পারবে।
৩. অনুমোদনবিহীন প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা নিকটতম অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে রেজিস্ট্রেশন করবে।
৪. ঢাকা বোর্ডের ওয়েবসাইটে EIIN ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে eSIF SIX-এ ক্লিক, এরপর শিক্ষার্থীর তথ্য দিয়ে সোনালী সেবার স্লিপ প্রিন্ট করতে হবে।
৫. ফি: ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত মোট ৬০ টাকা (যুব রেড ক্রিসেন্ট ফি), যার ৩৬ টাকা বিদ্যালয়ে থাকবে, ২৪ টাকা বোর্ডে জমা হবে।
৬. শিক্ষকদের সমন্বয়ে তিন সদস্য বিশিষ্ট রেজিস্ট্রেশন কমিটি গঠন করতে হবে। অনলাইন রেজিস্ট্রেশন শেষে চূড়ান্ত তালিকা নিশ্চিত করার পর ফাইনাল সাবমিট করতে হবে।
৭. ফি জমাদান ও eSIF পূরণ সময়: ১৭ আগস্ট ২০২৫ থেকে ১৭ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত। জনপ্রতি ফি: রেজিস্ট্রেশন ফি ৫০ টাকা, স্কাউট ফি ৮ টাকা, অবসর ও কল্যাণ তহবিল ১০০ টাকা। বিলম্ব ফি ৫০ টাকা। মোট ফি: ১৮৩ টাকা (বিলম্ব ফি ছাড়া), ২৩৩ টাকা (বিলম্ব ফি সহ)।
৮. রেজিস্ট্রেশন শেষে শিক্ষার্থীর চূড়ান্ত তালিকার প্রিন্ট আউট বিদ্যালয়ে সংরক্ষণ করতে হবে।
৯. নতুন অনুমোদিত বিদ্যালয় EIIN সনদ সংগ্রহের পর সোনালী ব্যাংকের মাধ্যমে ১,৫০০ টাকা জমা দিয়ে Login Password সংগ্রহ করবে।
১০. শিক্ষার্থীর পিতা-মাতার নাম এসএসসি সনদ বা জন্ম নিবন্ধন/NID অনুযায়ী এন্ট্রি করতে হবে। নামের আগে/পরে পদবি বা শিক্ষাগত যোগ্যতার শব্দ ব্যবহার করা যাবে না।
১১. বিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চিত করে ডাটা এন্ট্রি করবে। নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন ব্যর্থ হলে দায় প্রতিষ্ঠান প্রধানের।
১২. স্বীকৃতি বিহীন বা হালনাগাদ নয় এমন প্রতিষ্ঠান অনলাইনে রেজিস্ট্রেশন করলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।
১৩. বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য উপযুক্ত সনদ সংযুক্ত করতে হবে।
১৪. প্রত্যেক শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর নিশ্চিত করে এন্ট্রি করতে হবে।
১৫. হালনাগাদ স্বীকৃতি নেই এমন প্রতিষ্ঠানকে দ্রুত স্বীকৃতি নবায়নের জন্য আবেদন করতে হবে।
বিস্তারিত তথ্যের জন্য ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.bd ভিজিট করতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- ডিএসইর সতর্কবার্তার জালে দুর্বল দুই কোম্পানির শেয়ার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- বিসিএসে স্বতন্ত্র বিভাগে অন্য বিভাগ অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ