ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২
উচ্চশিক্ষা সংস্কারে নতুন অধ্যাদেশ, মতামত আহ্বান শিক্ষা মন্ত্রণালয়ের
নিজস্ব প্রতিবেদক: দেশে উচ্চশিক্ষা ব্যবস্থাকে কাঠামোগত ও মানসম্মত করতে বাংলাদেশ উচ্চশিক্ষা কমিশন অধ্যাদেশ, ২০২৫–এর খসড়া প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। খসড়াটির ওপর সংশ্লিষ্টদের মতামত আহ্বান করে ৩০ কার্যদিবসের সময় বেঁধে দেওয়া হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ খসড়া অধ্যাদেশ প্রকাশ করে।
খসড়া অধ্যাদেশে বলা হয়েছে, দেশের সব বিশ্ববিদ্যালয়ের জন্য একটি নির্দিষ্ট ও স্বচ্ছ র্যাংকিং কাঠামো প্রণয়ন করা হবে। নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে প্রতি তিন বছর অন্তর বিশ্ববিদ্যালয়গুলোর র্যাংকিং নির্ধারণ করে তা জনসমক্ষে প্রকাশ করা হবে। র্যাংকিংয়ের নিচের সারিতে থাকা বিশ্ববিদ্যালয়গুলোকে মানোন্নয়নের লক্ষ্যে বিশেষ তদারকির আওতায় আনা হবে।
আন্তর্জাতিক র্যাংকিংয়ে স্থান পাওয়া বিশ্ববিদ্যালয়গুলোর পাঠক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে কারিকুলাম উন্নয়ন, আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রেডিট ট্রান্সফার এবং শিক্ষক-শিক্ষার্থী-গবেষক বিনিময় কর্মসূচি গ্রহণে কমিশন সহযোগিতা করবে। প্রয়োজনে কমিশন নিজ উদ্যোগেও এ সংক্রান্ত কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করতে পারবে।
খসড়ায় আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষক ও শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে শিক্ষা ও গবেষণার প্রয়োজনীয় চাহিদা নিরূপণ করা হবে। উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়নে পরিকল্পনা ও নীতিমালা প্রণয়ন, পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোর আর্থিক চাহিদা নির্ধারণ করে প্রয়োজনীয় বাজেট প্রস্তুত করার দায়িত্বও কমিশনের ওপর থাকবে।
সব বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বাজেট বাস্তবায়ন প্রক্রিয়া তদারক করবে কমিশন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোর দেশি-বিদেশি গবেষণা ও উন্নয়ন প্রকল্পের অগ্রগতি তদারকি, মূল্যায়ন ও নিরীক্ষা করা হবে।
নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন কিংবা বিদ্যমান বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ, অনুষদ, ইনস্টিটিউট, প্রোগ্রাম বা কোর্স চালুর ক্ষেত্রে প্রয়োজনীয়তা, অগ্রাধিকার ও ন্যূনতম যোগ্যতার মানদণ্ড নির্ধারণ করবে কমিশন। উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠানের মর্যাদা দেওয়ার বিষয়েও কমিশন সিদ্ধান্ত গ্রহণ করবে।
খসড়ার সঙ্গে পাঠানো চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ উচ্চশিক্ষা কমিশন অধ্যাদেশ, ২০২৫ এর এই খসড়ার বিষয়ে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে মতামত পাঠাতে হবে। অধ্যাদেশ অনুযায়ী কমিশন গঠিত হবে একজন চেয়ারম্যান, আটজন কমিশনার এবং দশজন খণ্ডকালীন সদস্য নিয়ে। চেয়ারম্যান ও কমিশনাররা নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- যে কারণে বাতিল হলো আজকের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, এক ক্লিকেই জানুন ফলাফল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ১ম টি-20: যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- আজ আর্জেন্টিনা বনাম ব্রাজিলর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- কিছুক্ষণের মধ্যেই মেডিকেল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- আগামীকাল ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ: কখন, কোথায়-সরাসরি দেখবেন যেভাবে
- অনলাইনে যেভাবে দেখবেন ২০২৫-২৬ মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল
- লাতিন বাংলা সুপার কাপ: আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা নিয়ে যে সিদ্ধান্ত এলো
- আজ দুপুরে মেডিকেল-ডেন্টাল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- IPL মিনি নিলাম ২০২৬: কবে, কখন, জানুন বাজেট-বিস্তারিত
- সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি লটারি চলছে, সরাসরি (LIVE) দেখুন
- মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, জেনে নিন কাট মার্ক
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কখন,কোথায়-যেভাবে দেখবেন টি-২০ ম্যাচটি
- বাংলাদেশ বনাম আফগানিস্তান: শ্বাসরুদ্ধকর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- আজ IPL নিলাম: জানুন সময়সূচি-সরাসরি দেখার উপায় (LIVE)