ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে শিক্ষক-কর্মচারীদের যাতায়াতে কঠোর বিধিনিষেধ

ডুয়া নিউজ- শিক্ষা
২০২৫ আগস্ট ১৫ ১০:২৭:৩৭
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে শিক্ষক-কর্মচারীদের যাতায়াতে কঠোর বিধিনিষেধ

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের অযথা অধিদপ্তরে যাতায়াত বন্ধে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। প্রশাসনিক কাজের অজুহাতে নিয়মিত অধিদপ্তরে আসার কারণে শিক্ষার্থীরা পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে এবং শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আব্দুল মান্নান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়—এমপিওভুক্তকরণ, বিশেষ বরাদ্দ, উচ্চতর স্কেল, পদোন্নতি, মহাপরিচালকের প্রতিনিধি মনোনয়ন, এমপিও শিটে নাম/পদবি/বিষয় সংশোধন, জন্মতারিখ সংশোধন, বকেয়া, প্রশিক্ষণে মনোনয়ন, ইনডেক্স প্রদান বা কর্তনসহ যেকোনো প্রশাসনিক কাজ প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে অনলাইনে বা ডকেটে পাঠাতে হবে। কোনোভাবেই তৃতীয় পক্ষ বা অন্য কারও মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না।

এছাড়া প্রতিষ্ঠান প্রধান বা শিক্ষক-কর্মচারীদের অধিদপ্তরে আসতে হলে অবশ্যই ছুটি বা অনুমতিপত্র সঙ্গে আনতে হবে এবং সংশ্লিষ্ট শাখা কর্মকর্তারা তা নিশ্চিত করবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব বিধি লঙ্ঘন করলে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮’ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) এর ১৮.১ (খ) ও (গ) অনুচ্ছেদ অনুযায়ী কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্দেশনা মোতাবেক সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত