ঢাকা, রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২
দুই সন্তান নিয়ে ডাকসু নির্বাচনের ফরম নিলেন ঢাবি শিক্ষার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের হল সংসদের মনোনয়ন ফরম সংগ্রহ করে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাইফুল্লাহ। অন্য প্রার্থীদের মতো সাধারণভাবে ফরম সংগ্রহ না করে তিনি তার দুই সন্তানকে সঙ্গে নিয়েই হাজির হন। বিষয়টি উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে এবং ক্যাম্পাসজুড়ে আলোচনার জন্ম দেয়।
শনিবার (১৬ আগস্ট) দুপুরে হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষের কক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এই সময়ে তার বড় মেয়ে এবং ছোট ছেলে বাবার সঙ্গে ছিলেন। ক্যাম্পাসে সন্তানদের নিয়ে ফরম সংগ্রহ করার ঘটনা শিক্ষার্থীদের কাছে এক ভিন্ন আবেদন তৈরি করেছে।
মনোনয়ন ফরম সংগ্রহের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাইফুল্লাহ বলেন, দীর্ঘদিন ধরে ডাকসু কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীরা একটি প্রতিনিধিত্বশীল প্ল্যাটফর্ম থেকে বঞ্চিত হয়েছে। তিনি মনে করেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ছাত্রসমাজ যে ডাকসু ফিরিয়ে এনেছে, তা শুধু একটি সাংগঠনিক কাঠামো নয়, বরং প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়া যায় এমন এক ঐতিহাসিক উত্তরাধিকার।
সন্তানদের সঙ্গে নিয়ে ফরম সংগ্রহ করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে সাইফুল্লাহ বলেন, “ডাকসু আমাদের কাছে এক স্বপ্ন। আমি চাই আমার ছেলে-মেয়েও যেন এই স্বপ্নের গুরুত্ব উপলব্ধি করতে পারে। তাদের সামনে আজ আমি মনোনয়ন ফরম নিয়েছি, যাতে তারা একদিন গর্ব করে বলতে পারে—আমাদের বাবার মতো আমরাও ছাত্রসংসদ নির্বাচনে অংশ নিতে চাই।” তিনি আরও বলেন, “ছাত্রসংসদ নির্বাচন নিয়মিত ক্যালেন্ডারের অংশ হওয়া উচিত, যাতে কোনো প্রজন্মই এই অধিকার থেকে বঞ্চিত না হয়।”
ডাকসু নির্বাচনের সময়মতো এবং শান্তিপূর্ণভাবে আয়োজন নিয়ে আশাবাদ প্রকাশ করেন সাইফুল্লাহ। তার মতে, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হলে তা শিক্ষার্থীদের রাজনৈতিক চর্চা ও গণতান্ত্রিক অংশগ্রহণকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি তিনি হাজী মুহম্মদ মুহসীন হলের আসন্ন হল সংসদ নির্বাচনে সবার দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি