ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শিক্ষক পদে সুপারিশবঞ্চিত হচ্ছেন যারা

ডুয়া নিউজ- শিক্ষা
২০২৫ আগস্ট ১৮ ১০:০৭:৫৩
৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শিক্ষক পদে সুপারিশবঞ্চিত হচ্ছেন যারা

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির আওতায় এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে ৪১ হাজারের বেশি প্রার্থী সুপারিশ পাচ্ছেন। তবে একই সঙ্গে ১৫ হাজারেরও বেশি নিবন্ধনধারী প্রার্থী এবার সুপারিশের বাইরে থাকছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সারা দেশের ২২ হাজার ৪১৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১ লাখ ৮২২টি শূন্যপদের চাহিদা আসে। এর মধ্যে ভুল চাহিদা ও প্রশাসনিক কারণে ৭৭৫টি পদ বাতিল হয়। ফলে অবশিষ্ট ১ লাখ ৪৭টি শূন্যপদের বিপরীতে আবেদন করেন ৫৭ হাজার ৮৪০ জন প্রার্থী। পরবর্তীতে সফটওয়্যারের মাধ্যমে মেধাক্রম ও পছন্দক্রম অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে নিয়োগ সুপারিশ করা হয় যেখানে প্রায় ৪১ হাজার প্রার্থী সুপারিশ পাচ্ছেন।

তবে বিষয়ভিত্তিক অসামঞ্জস্যতার কারণে অনেক পদ ফাঁকা রয়ে গেছে। বিশেষ করে সহকারী মৌলভী, আইসিটি এবং চারু ও কারুকলা বিষয়ে পদসংখ্যা ও প্রার্থীর মধ্যে বৈষম্য থাকায় উল্লেখযোগ্যসংখ্যক নিবন্ধনধারী সুপারিশের বাইরে থাকবেন। আবার কিছু বিষয়ে প্রার্থী বেশি হলেও পদ সীমিত থাকায় অনেকে নিয়োগ পাচ্ছেন না।

মন্ত্রণালয় জানায়, নির্বাচিত প্রার্থীদের কাছ থেকে অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফরম সংগ্রহ করা হয়েছে যা স্পেশাল ব্রাঞ্চে পাঠানো হবে। তবে নিয়োগ কার্যক্রম অব্যাহত রাখতে শর্তসাপেক্ষে সুপারিশ প্রদানের অনুমতি চাওয়া হয়েছে।

এনটিআরসিএ আশা করছে, এ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষক সংকট অনেকটাই কমবে। তবে এবারও উল্লেখযোগ্যসংখ্যক নিবন্ধনধারী প্রার্থী অপেক্ষমাণ তালিকায় রয়ে যাচ্ছেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত