ঢাকা, শুক্রবার, ২০ জুন ২০২৫, ৬ আষাঢ় ১৪৩২
ইউরোপে নিষিদ্ধ ১৬৯টি এয়ারলাইন্স

আন্তর্জাতিক বিমান নিরাপত্তা মান বজায় রাখতে ব্যর্থতার কারণে সুরিনাম ও তানজানিয়ার সব এয়ারলাইন্সকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আকাশপথে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সম্প্রতি ইউরোপীয় কমিশনের এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এই নিষেধাজ্ঞার ফলে এখন থেকে সুরিনাম ও তানজানিয়ার কোনো বিমান ইউরোপীয় ইউনিয়নের আকাশসীমা ব্যবহার করতে পারবে না বা কোনো সদস্যদেশের বিমানবন্দরে অবতরণ করতে পারবে না।
ইইউ কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক নিরাপত্তা মান পূরণে ব্যর্থতা ও গুরুতর ত্রুটির কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের এভিয়েশন সেফটি এজেন্সি (EASA)-এর সঙ্গে যৌথ কারিগরি পর্যালোচনার পর এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
সুরিনাম ও তানজানিয়াকে যুক্ত করার ফলে বর্তমানে ইইউ’র এয়ার সেফটি লিস্টে নিষিদ্ধ এয়ারলাইন্সের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৯টি। এর মধ্যে ১৭টি দেশের ১৪২টি এয়ারলাইন্স রয়েছে যেগুলোর রাষ্ট্রীয় তত্ত্বাবধানে গুরুতর নিরাপত্তা ঘাটতি চিহ্নিত হয়েছে।
এছাড়াও নিরাপত্তাজনিত কারণে আরও পাঁচটি এয়ারলাইন্সকেও নিষিদ্ধ করা হয়েছে সেগুলো হলো:
এয়ার জিম্বাবুয়ে (জিম্বাবুয়ে)
অ্যাভিওর এয়ারলাইন্স (ভেনেজুয়েলা)
ইরান অ্যাসেমন এয়ারলাইন্স (ইরান)
ফ্লাই বাগদাদ (ইরাক)
ইরাকি এয়ারওয়েজ (ইরাক)
তবে সম্পূর্ণ নিষেধাজ্ঞার পরিবর্তে দুটি এয়ারলাইন্স—ইরান এয়ার ও উত্তর কোরিয়ার এয়ার কোরিও—সীমিত কিছু বিমান ব্যবহার করে ইউরোপীয় আকাশপথে চলাচলের অনুমতি পাচ্ছে।
ইতিমধ্যে সুরিনামের জাতীয় পতাকাবাহী সংস্থা Surinam Airways (PY) তাদের কায়েন (ফ্রেঞ্চ গিয়ানার রাজধানী) রুটের ফ্লাইট স্থগিত করেছে। অন্যদিকে Air Tanzania (TC) যারা আগে আংশিক নিষেধাজ্ঞার আওতায় ছিল এবার সম্পূর্ণরূপে নিষিদ্ধ হয়েছে। ফলে তানজানিয়ার কোনো এয়ারলাইন্স ইউরোপে প্রবেশ করতে পারবে না।
ইইউ কমিশনার আপোস্তোলোস তজিৎসিকস্তাস বলেন, "বিমান যাত্রায় যাত্রীদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সুরিনাম ও তানজানিয়া যাতে আন্তর্জাতিক মান অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করতে পারে সেজন্য আমরা কারিগরি সহায়তা দিতে প্রস্তুত।"
বিশ্বব্যাপী বিমান নিরাপত্তা নিশ্চিতকরণে ইউরোপীয় ইউনিয়নের এই সিদ্ধান্তকে একটি দৃঢ় বার্তা হিসেবে দেখা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ডের উপর উচ্চ কর: শেয়ারবাজারের স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ
- বদলে গেছে ধারণা, বিস্মিত ইসরায়েল
- শেয়ারবাজারের শর্ত পূরণে ৬০ কোম্পানিকে বিএসইসির আল্টিমেটাম
- ‘বিপর্যয় থেকে বিশ্ব মাত্র কয়েক মিনিট দূরে’
- মূলধন বাড়ানোর সিদ্ধান্ত শেয়ারবাজারের ১৩ ব্যাংকের
- নীলক্ষেত হোস্টেল থেকে ঢাবির সাবেক শিক্ষার্থীর ম’রদেহ উদ্ধার
- ইরানকে হা-ম-লা বন্ধে প্রস্তাব
- ঢাবিতে হটাৎ ছাত্রলীগের বিক্ষোভ, ককটেল বি-স্ফো-র-ণ
- কারাগারে ফাঁসিতে ঝুললেন সেই অস্ত্রধারী আ’লীগ নেতা
- একাধিক মিসাইল ছুঁড়েছে উত্তর কোরিয়া
- দুই বড় খবরের মধ্যে আজ খুলছে দেশের শেয়ারবাজার
- দুর্বল ১৫ আর্থিক প্রতিষ্ঠান বিলুপ্তির চিন্তাভাবনা করছে বাংলাদেশ ব্যাংক
- লন্ডন ছাড়ছেন তারেক রহমান
- ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ঢাবিতে ক্লাস ছুটি কতদিন, যা জানা গেল
- জেরুজালেম ও তেল আবিবে বড় বিস্ফোরণ, ট্রাম্পের জরুরি বৈঠক