ঢাকা, রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২
ইউরোপে নিষিদ্ধ ১৬৯টি এয়ারলাইন্স

আন্তর্জাতিক বিমান নিরাপত্তা মান বজায় রাখতে ব্যর্থতার কারণে সুরিনাম ও তানজানিয়ার সব এয়ারলাইন্সকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আকাশপথে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সম্প্রতি ইউরোপীয় কমিশনের এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এই নিষেধাজ্ঞার ফলে এখন থেকে সুরিনাম ও তানজানিয়ার কোনো বিমান ইউরোপীয় ইউনিয়নের আকাশসীমা ব্যবহার করতে পারবে না বা কোনো সদস্যদেশের বিমানবন্দরে অবতরণ করতে পারবে না।
ইইউ কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক নিরাপত্তা মান পূরণে ব্যর্থতা ও গুরুতর ত্রুটির কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের এভিয়েশন সেফটি এজেন্সি (EASA)-এর সঙ্গে যৌথ কারিগরি পর্যালোচনার পর এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
সুরিনাম ও তানজানিয়াকে যুক্ত করার ফলে বর্তমানে ইইউ’র এয়ার সেফটি লিস্টে নিষিদ্ধ এয়ারলাইন্সের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৯টি। এর মধ্যে ১৭টি দেশের ১৪২টি এয়ারলাইন্স রয়েছে যেগুলোর রাষ্ট্রীয় তত্ত্বাবধানে গুরুতর নিরাপত্তা ঘাটতি চিহ্নিত হয়েছে।
এছাড়াও নিরাপত্তাজনিত কারণে আরও পাঁচটি এয়ারলাইন্সকেও নিষিদ্ধ করা হয়েছে সেগুলো হলো:
এয়ার জিম্বাবুয়ে (জিম্বাবুয়ে)
অ্যাভিওর এয়ারলাইন্স (ভেনেজুয়েলা)
ইরান অ্যাসেমন এয়ারলাইন্স (ইরান)
ফ্লাই বাগদাদ (ইরাক)
ইরাকি এয়ারওয়েজ (ইরাক)
তবে সম্পূর্ণ নিষেধাজ্ঞার পরিবর্তে দুটি এয়ারলাইন্স—ইরান এয়ার ও উত্তর কোরিয়ার এয়ার কোরিও—সীমিত কিছু বিমান ব্যবহার করে ইউরোপীয় আকাশপথে চলাচলের অনুমতি পাচ্ছে।
ইতিমধ্যে সুরিনামের জাতীয় পতাকাবাহী সংস্থা Surinam Airways (PY) তাদের কায়েন (ফ্রেঞ্চ গিয়ানার রাজধানী) রুটের ফ্লাইট স্থগিত করেছে। অন্যদিকে Air Tanzania (TC) যারা আগে আংশিক নিষেধাজ্ঞার আওতায় ছিল এবার সম্পূর্ণরূপে নিষিদ্ধ হয়েছে। ফলে তানজানিয়ার কোনো এয়ারলাইন্স ইউরোপে প্রবেশ করতে পারবে না।
ইইউ কমিশনার আপোস্তোলোস তজিৎসিকস্তাস বলেন, "বিমান যাত্রায় যাত্রীদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সুরিনাম ও তানজানিয়া যাতে আন্তর্জাতিক মান অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করতে পারে সেজন্য আমরা কারিগরি সহায়তা দিতে প্রস্তুত।"
বিশ্বব্যাপী বিমান নিরাপত্তা নিশ্চিতকরণে ইউরোপীয় ইউনিয়নের এই সিদ্ধান্তকে একটি দৃঢ় বার্তা হিসেবে দেখা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ডিভিডেন্ড দিতে পারছে না বস্ত্র খাতের ১৩ কোম্পানি
- ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে আর্থিক খাতের কোম্পানি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- সর্বোচ্চ উচ্চতায় ১৭ কোম্পানির শেয়ার
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৭ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহ উদ্ধার
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দুই কোম্পানির বাজিমাত
- রবির অভিযোগের প্রেক্ষিতে তদন্তের মুখে গ্রামীণফোন
- ছাত্ররাজনীতি থাকবে কিন্তু কাঠামোগত পরিবর্তন আনতে হবে: বাগছাস
- অতর্কিত ঢাবি ও জবির ৪ শিক্ষার্থীকে ছুরিকাঘাত
- শেখ সেলিমের ২১টি বিও অ্যাকাউন্ট ও ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- আ’লীগকে ফিরিয়ে আনার অপচেষ্টায় বামপন্থীরা: ঢাবি শিবির