ঢাকা, শুক্রবার, ২০ জুন ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২
উদ্বোধনের আগেই ভেঙে পড়া সেই যুদ্ধজাহাজ পুনরুদ্ধার
.jpg)
অপারেশন শুরুর আগেই বড় ধরনের দুর্ঘটনায় পড়ে একটি যুদ্ধজাহাজ। সব আয়োজন শেষ করে উদ্বোধনের প্রস্তুতির সময় হঠাৎ জাহাজটির নিচের অংশ ধসে পড়ে। দুর্ঘটনার পরপরই জাহাজটিকে উদ্ধার করে পুনরায় স্থিতিশীল করা হয়েছে।
আজ শুক্রবার (৬ জুন) আলজাজিরার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, মে মাসে উদ্বোধনের প্রথম চেষ্টায় ব্যর্থ হয়ে ক্ষতিগ্রস্ত একটি যুদ্ধজাহাজ পুনরুদ্ধার করে উত্তর-পূর্বাঞ্চলের চংজিন শহরের বন্দরে নোঙর করা হয়েছে। জুনের শুরুতে জাহাজটির ভারসাম্য পুনঃস্থাপন করা হয় এবং বৃহস্পতিবার সেটিকে বন্দরে আনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের সময় পরিবহন ক্র্যাডল অকালেই বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় জাহাজটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের উপস্থিতিতে যুদ্ধজাহাজটির উদ্বোধন অনুষ্ঠানে উৎক্ষেপণ ব্যর্থ হয়, ফলে সেটি আংশিক উল্টে যায়। এ ঘটনাকে কিম 'চরম অসতর্কতা থেকে সংঘটিত গুরুতর অপরাধ' হিসেবে অভিহিত করেছেন। কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানায়, দুর্ঘটনার তদন্তের অংশ হিসেবে চারজন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে জাতীয় মর্যাদাকে ক্ষুণ্ন করার অভিযোগ আনা হয়েছে।
কেসিএনএ আরও জানায়, আগামী সপ্তাহ থেকে রাজিন ডকইয়ার্ডে জাহাজটির হাল পরিদর্শন ও পরবর্তী ধাপের মেরামত কাজ শুরু হবে, যা ১০ দিনের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। চলতি মাসের শেষদিকে ক্ষমতাসীন দলের সম্মেলনের আগেই জাহাজটির পূর্ণ পুনরুদ্ধার শেষ হবে বলে আশা করা হচ্ছে।
উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সিনিয়র কর্মকর্তা জো চুন রিয়ং বলেছেন, "ডেস্ট্রয়ারটির নিখুঁত পুনরুদ্ধার কিম জং উনের নির্ধারিত সময়সীমার মধ্যে অবশ্যই সম্পন্ন হবে।"
পিয়ংইয়ংয়ের দাবি, চোয়ে হিয়ন ‘সবচেয়ে শক্তিশালী অস্ত্র’ দিয়ে সজ্জিত এবং এটি আগামী বছরের শুরুতে কার্যক্রম শুরু করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ডের উপর উচ্চ কর: শেয়ারবাজারের স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ
- বদলে গেছে ধারণা, বিস্মিত ইসরায়েল
- শেয়ারবাজারের শর্ত পূরণে ৬০ কোম্পানিকে বিএসইসির আল্টিমেটাম
- ‘বিপর্যয় থেকে বিশ্ব মাত্র কয়েক মিনিট দূরে’
- মূলধন বাড়ানোর সিদ্ধান্ত শেয়ারবাজারের ১৩ ব্যাংকের
- নীলক্ষেত হোস্টেল থেকে ঢাবির সাবেক শিক্ষার্থীর ম’রদেহ উদ্ধার
- ইরানকে হা-ম-লা বন্ধে প্রস্তাব
- ঢাবিতে হটাৎ ছাত্রলীগের বিক্ষোভ, ককটেল বি-স্ফো-র-ণ
- কারাগারে ফাঁসিতে ঝুললেন সেই অস্ত্রধারী আ’লীগ নেতা
- একাধিক মিসাইল ছুঁড়েছে উত্তর কোরিয়া
- দুই বড় খবরের মধ্যে আজ খুলছে দেশের শেয়ারবাজার
- ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ঢাবিতে ক্লাস ছুটি কতদিন, যা জানা গেল
- লন্ডন ছাড়ছেন তারেক রহমান
- দুর্বল ১৫ আর্থিক প্রতিষ্ঠান বিলুপ্তির চিন্তাভাবনা করছে বাংলাদেশ ব্যাংক
- জেরুজালেম ও তেল আবিবে বড় বিস্ফোরণ, ট্রাম্পের জরুরি বৈঠক