ঢাকা, শনিবার, ২১ জুন ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২
একদিনে রেকর্ড অভিবাসী গ্রেফতার যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) সংস্থা তাদের ইতিহাসে একদিনে সর্বোচ্চ সংখ্যক অভিবাসী গ্রেফতার করেছে। মঙ্গলবার দিনভর অভিযানে ২,২০০-এরও বেশি অভিবাসী আটক করা হয় বলে সংস্থার একজন মুখপাত্র নিশ্চিত করেছেন।
হোয়াইট হাউসের চাপের মুখে আইসিই দ্রুত ও ব্যাপক গ্রেফতার অভিযান চালাতে বাধ্য হয়েছে। এনবিসি নিউজ জানায়, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের অনেকেই ‘অল্টারনেটিভ টু ডিটেনশন’ (এটিডি) প্রোগ্রামের আওতায় ছিলেন। এই প্রোগ্রামে এমন অভিবাসীদের মুক্ত রাখা হয় যারা জনসুরক্ষার জন্য হুমকি নন এবং তাদের নজরদারিতে রাখা হয় গোড়ালিতে মনিটর, স্মার্টফোন অ্যাপ, জিওলোকেশন প্রযুক্তি ও নিয়মিত রিপোর্টের মাধ্যমে।
আইসিই এবার নতুন কৌশলও অবলম্বন করেছে বলে ধারণা করা হচ্ছে। আইনজীবীরা জানিয়েছেন, এটিডি প্রোগ্রামের কিছু অংশগ্রহণকারীকে হঠাৎ করে সাক্ষাতের জন্য ডাকা হয় এবং উপস্থিত হওয়ার পরপরই তাদের গ্রেফতার করা হয়।
এনবিসি নিউজের অনুসন্ধানে উঠে এসেছে গ্রেফতার হওয়া অনেকের চূড়ান্ত নির্বাসনের আদেশ ছিল না। আইসিই মুখপাত্র এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি।
এই অভিযান শুরু হয় প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টা স্টিফেন মিলারের চাপের পর যিনি সম্প্রতি এক বৈঠকে আইসিই নেতাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন—সংস্থাটি প্রতিদিন অন্তত ৩,০০০ গ্রেফতার না করলে জ্যেষ্ঠ কর্মকর্তাদের চাকরি হারাতে হবে।
প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তিনি 'লক্ষ লক্ষ' অনিবন্ধিত অভিবাসীকে দেশ থেকে বের করে দেবেন। তার সীমান্ত নিরাপত্তা উপদেষ্টা টম হোম্যান জানিয়েছেন, প্রশাসনের লক্ষ্য হবে ‘সবচেয়ে বিপজ্জনক’ অভিবাসীরা।
তবে সাবেক আইসিই কর্মকর্তারা বলেছেন, ট্রাম্পের এই লক্ষ্য বাস্তবসম্মত নয়। শুধুমাত্র অপরাধী অতীত আছে এমন অভিবাসীদের টার্গেট করলে সংস্থার ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টি হচ্ছে।
আইসিই-এর তথ্য অনুযায়ী, মে মাসের শেষ নাগাদ ২০,০০০-এরও বেশি অভিবাসী গোড়ালি মনিটরের আওতায় ছিলেন। এছাড়া এটিডি প্রোগ্রামের অংশগ্রহণকারীদের মধ্যে ৯৮.৫ শতাংশ নিয়মিত রিপোর্ট করতে হাজির হন—ফলে তারা সহজ টার্গেটে পরিণত হচ্ছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বদলে গেছে ধারণা, বিস্মিত ইসরায়েল
- শেয়ারবাজারের শর্ত পূরণে ৬০ কোম্পানিকে বিএসইসির আল্টিমেটাম
- ‘বিপর্যয় থেকে বিশ্ব মাত্র কয়েক মিনিট দূরে’
- নীলক্ষেত হোস্টেল থেকে ঢাবির সাবেক শিক্ষার্থীর ম’রদেহ উদ্ধার
- প্রথম প্রান্তিকে মুনাফা থেকে লোকসানে গেল চার ব্যাংক
- ইরানকে হা-ম-লা বন্ধে প্রস্তাব
- ঢাবিতে হটাৎ ছাত্রলীগের বিক্ষোভ, ককটেল বি-স্ফো-র-ণ
- কারাগারে ফাঁসিতে ঝুললেন সেই অস্ত্রধারী আ’লীগ নেতা
- সাত কোম্পানির বিনিয়োগকারীদের পুঁজির বড় অংশ উধাও
- দুর্বল ১৫ আর্থিক প্রতিষ্ঠান বিলুপ্তির চিন্তাভাবনা করছে বাংলাদেশ ব্যাংক
- একাধিক মিসাইল ছুঁড়েছে উত্তর কোরিয়া
- দুই বড় খবরের মধ্যে আজ খুলছে দেশের শেয়ারবাজার
- ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ঢাবিতে ক্লাস ছুটি কতদিন, যা জানা গেল
- লন্ডন ছাড়ছেন তারেক রহমান
- মোবাইলে কল এলেই ইন্টারনেট বন্ধ? এক মিনিটেই সমাধান!