ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

মাইলস্টোন ট্রাজেডি : একদিন পরেও খোঁজ মেলেনি রাইসার

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ২২ ১৩:২০:১১
মাইলস্টোন ট্রাজেডি : একদিন পরেও খোঁজ মেলেনি রাইসার

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের পর এক‌দিন হ‌তে চললেও এখ‌নো খোঁজ মে‌লে‌নি তৃতীয় শ্রেণির শিক্ষার্থী রাইসা ম‌নির। প্রিয় রাইসার জন্য অপেক্ষা করছে তার পরিবার।

পরিবারের সদস্যরা ঢাকার হাসপাতালে হাসপাতা‌লে খুঁজে বেড়াচ্ছে তাকে। মঙ্গলবার দুপু‌রে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রাইসার খোঁ‌জে আসেন তার চাচা এমদাদুল হক। তিনি জানান, কোথাও তার খোঁজ পাওয়া যাচ্ছে না।

এমদাদুল জানান, স্কু‌লে না পে‌য়ে আমরা বি‌ভিন্ন হাসপাতা‌লে খুঁ‌জছি তাকে। কোথাও ওর খোঁজ পা‌চ্ছি না। এক‌দিন হ‌য়ে গেল মে‌য়েটা‌কে পেলাম না। প‌রিবার মে‌য়ের জন্য পাগল হ‌য়ে আছে। মে‌য়েটা আছে নাকি কিছু হ‌য়ে গেল!

তিনি বলেন, যদি কেউ কোনো তথ্য পান, দয়া করে জানান। মোবাইল নম্বর-০১৯১৭-২৯৮৫৩৬।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত