ঢাকা, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২
ভূমিকম্পে হুড়োহুড়ির মধ্যে কারাগার থেকে পালাল ২ শতাধিক কয়েদি
.jpg)
পাকিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিন্ধ প্রদেশে ভূমিকম্পের তাণ্ডবের সুযোগে করাচির মালির কারাগার থেকে পালিয়ে গেছেন ২০০-এর বেশি বন্দি। ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় সোমবার দিবাগত রাতে ভূকম্পনের সময় কারাগারে সৃষ্ট হট্টগোল ও বিশৃঙ্খলার মধ্যে।
রবিবার সকাল থেকে সোমবার রাত পর্যন্ত করাচি ও আশপাশের এলাকায় একের পর এক ছোট মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এসব কম্পনের মাত্রা ছিল ৩.২ থেকে ৩.৯ এর মধ্যে। যদিও এগুলো বড় ধরনের ঝুঁকি তৈরি করেনি তবুও বারবার কম্পনে পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাকিস্তানের ভূতত্ত্ব গবেষণা সংস্থা জানায়, এ সময়ের মধ্যে করাচিতে মোট ১৯টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।
কারাগারের কর্মকর্তারা জানিয়েছেন, ‘সোমবার রাতে ভূমিকম্পের সময় কারাগারের কয়েদিদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছিল। এ সময় অনেকটা আকস্মিভাবেই কারারক্ষীদের সঙ্গে সংঘতা বেঁধে যায় কয়েদিদের এবং উদ্ভূত পরিস্থিতির সুযোগ নিয়ে কারাগার থেকে পলায়ন করেন ২১৩ জন কয়েদি।’
জানা গেছে, ‘নিরাপত্তা কর্মীদের ওপর হামলা করেছে মূলত কারাগারের ৪ ও ৫ নম্বর সার্কেলের কয়েদিরা। যারা পলায়ন করেছেন, তাদেরও অধিকাংশ এই দুই সার্কেলের সেলগুলোতে থাকতেন।’
সংঘাত ও ধস্তাধস্তির সময় কারারক্ষীদের গুলিতে এক বন্দির মৃত্যু হয়েছে। অন্যদিকে, বন্দিদের হামলায় একজন কারারক্ষী গুরুতরভাবে আহত হন।
জিও নিউজকে কারাগারের সুপারিন্টেডেন্ট আরশাদ শাহ জানিয়েছেন, ‘পালিয়ে যাওয়া এই কয়েদিদের ধরতে পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী রেঞ্জার্স, আধা সামরিক বাহিনী ফ্রন্টিয়ার কর্পস, স্পেশাল সিকিউরিটি ইউনিট এবং র্যাপিড রেসপন্স ফোর্স (আরআরএফ) সদস্যদের সমন্বয়ে একটি চৌকশ দল গঠন করা হয়েছে এবং দলটি অভিযানও শুরু করেছে।’
চলমান অভিযানে এখন পর্যন্ত ৮০ জন পালানো কয়েদিকে আটক করা হয়েছে। বাকি ১৩৩ জনকেও দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন কারা কর্মকর্তারা।
মালির কারাগারে বর্তমানে মোট বন্দির সংখ্যা ৬ হাজার ২২ জন। সিন্ধ প্রদেশের আইন-শৃঙ্খলা বিষয়ক মন্ত্রী জিয়া-উল-হাসান লাঞ্জার এই ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন, সোমবারের ঘটনাটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় কয়েদি পালানোর ঘটনা।
সূত্র : জিও নিউজ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত সাম্প্রতিক ম্যাচের পরিসংখ্যান
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার