ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

ভারতে বন্যা: মৃ'ত্যু ৩০ জনের

২০২৫ জুন ০১ ১২:২৭:৪৫

ভারতে বন্যা: মৃ'ত্যু ৩০ জনের

উত্তর-পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্য ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কবলে। টানা বৃষ্টিতে গত দুই দিনে ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় প্রশাসন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে। এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্যগুলো হল আসাম, মেঘালয়, মণিপুর, অরুণাচল প্রদেশ, মিজোরাম ও সিকিম।

শনিবার অরুণাচল প্রদেশের পূর্ব কামেং জেলার একটি পাহাড়ি রাস্তায় ধস নামলে একটি চলন্ত গাড়ি পানির তোড়ে ভেসে যায়। গাড়িতে থাকা দুই পরিবারের সাত জন ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া জিলো এলাকার ক্যাবেজ গার্ডেন ও পাইন গ্রোভে পৃথক ধসে আরও দুই জনের মৃত্যু হয়েছে।

আসামের ১২টি জেলায় অন্তত ৬০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। নদীগুলোর পানি বিপজ্জনকভাবে বেড়েই চলছে। শনিবার একদিনেই গুয়াহাটিতে ১১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যা ৬৭ বছরের মধ্যে সর্বোচ্চ।

শুধু শনিবারই উত্তর-পূর্বের বিভিন্ন অঞ্চলে ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। প্রবল বৃষ্টি, ভূমিধস ও বন্যায় অনেক পর্যটক আটকে পড়েছেন, বহু গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আসামে কমলা সতর্কতা, এবং উত্তর-পূর্বের অন্যান্য রাজ্যে হলুদ সতর্কতা জারি করেছে প্রশাসন। অপরদিকে উত্তর সিকিমে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

আবহাওয়া দপ্তর বৃষ্টিপাত ও ধসের এই ধারাবাহিকতায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত